শ্রীনগর: অমরনাথ যাত্রায় নাশকতা হামলার আশঙ্কা। একটা ছক বানচাল করল নিরাপত্তাবাহিনী। আরও হামলার আশঙ্কা তৈরি হওয়ায় স্থগিত রাখা হল অমরনাথ যাত্রা। অবিলম্বে যাত্রীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন।
শুক্রবার, সেনার তরফে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রাপথের পাশে গোপন জঙ্গি-ডেরা থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। উদ্ধার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এম-২৪ স্নাইপার রাইফেল। উদ্ধার হয়েছে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ছাপ দেওয়া মাইন।





সেনার ১৫ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সর্বজিৎ সিংহ ধিঁল্লো জানিয়েছেন, উপত্যকায় এখনও নাশকতামূলক হামলার আশঙ্কা রয়েছে। আইইডি বিস্ফোরকের উপস্থিতি সেই আশঙ্কাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রীদের ওপর আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা। তবে, বাহিনী তার মোকাবিলা করছে।
সেনাকর্তা জানান, এই মুহূর্তে জম্ম ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক থাকলেও, তা যে কোনও সময়ে অন্য মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর ওপর হামলার ছক কষেছিল জঙ্গিরা। যদিও, জওয়ানরা অত্যন্ত সতর্ক থাকায় সেই চেষ্টা ভেস্তে যায়। এর আগে, ৩০ জুলাই, গুরেজ সেক্টরে তিন জঙ্গিকে খতম করা হয়েছে।
তিনি আরও জানান, গত তিন-চার দিন ধরে গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট খবর আসছিল যে, পাকিস্তান ও পাক সেনা নেতৃত্বাধীন জঙ্গিরা অমরনাথ যাত্রাকে টার্গেট করেছে। এরপরই, বালতাল ও পহেলগাঁও-- যে দুই রুট দিয়ে হয় অমরনাথ যাত্রা, তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন পাহাড়ের খাঁজ সও গুহায় চিরুনি-তল্লাশি চালায় বাহিনী। সেগুলির মধ্য থেকেই উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক।
এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সেনাকর্তার পাশে বসে একই আশঙ্কার কথা বলেন জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি এসপি পানির কথাতেও। তিনি বলেন, সাম্প্রতিককালে, সোপিয়ান ও পুলওয়ামায় আন্ততপক্ষে ১০ বার আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। পাঁচটি আইইডি মডিউল খতম করা হয়েছে। একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও, আশঙ্কা রয়েছে অন্য জায়গায়। তিনি যোগ করেন, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাডগুলি ফের সক্রিয় হয়ে উঠেছে। ক্রমাগত সেখান থেকে নিয়ন্ত্রণরেখা পার করে এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা।
সেনা ও পুলিশকর্তার এই চাঞ্চল্যকর খোলসার কিছুক্ষণের মধ্যেই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফেরত আসার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে পর্যটক ও পুণ্যার্থীদের আহ্বান করেছেন, থাকার সময় কমিয়ে যত দ্রুত সম্ভব নেমে আসতে।





নির্দেশিকায় বলা হয়েছে, নতুন করে নাশকতামূলক হামলার আশঙ্কা -- বিশেষ করে অমরনাথ যাত্রীদের টার্গেট করা হতে পারে বলে সংশয় তৈরি হয়েছে এবং সর্বোপরি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে, তাতে করে পর্যটক ও পুণ্যার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে, তাঁদের উপত্যকায় থাকার সময় যথাসম্ভব কমিয়ে ফিরে আসা গুরুত্বপূর্ণ।