LIVE UPDATES: জয়প্রকাশকে মার, দিল্লিতে ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর

২৮ তারিখ ভোটের ফল ঘোষণা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 25 Nov 2019 04:55 PM

প্রেক্ষাপট

কলকাতা: নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর ও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ- এই তিন বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন চলছে। অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ২৮ তারিখ ভোটের ফল...More

জয়প্রকাশকে মার, রিপোর্ট গেল দিল্লিতে। সিইওকে ফোন উপ মুখ্য নির্বাচন কমিশনারের। এরপরেই ডিএম, এসপির রিপোর্ট পাঠাল সিইও দফতর। ‘ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিতে বলা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষী নিতে অস্বীকার করেন জয়প্রকাশ,’ ঘটনার সত্যতা স্বীকার করে রিপোর্ট এসপির। ‘হামলার খবর পেয়েই যান এসডিও, এসডিপিও। হামলার ঘটনায় একজন আটক।’ রিপোর্ট ডিএমের। সিইও দফতরে এল রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট।