LIVE সিএএ প্রতিবাদ: উস্কানিমূলক বক্তব্যের জন্য সনিয়া, প্রিয়ঙ্কা, আসাদউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের আলিগড় আদালতে
গত সপ্তাহে মেরঠে সিএএ-র প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
24 Dec 2019 06:36 PM
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের উত্তেজনা দিল্লিতে। মান্ডি হাউসের সামনে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অধিকাংশই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অশান্তির আশঙ্কায় মান্ডি হাউস এলাকায় জারি ১৪৪ ধারা।মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র্যাফ।
উত্তরপ্রদেশের আলিগড়ে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে সনিয়া গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী ও আসাদউদ্দিন ওয়েইসি, সাংবাদিক রবীশ কুমার সহ কয়েকজনের বিরুদ্ধে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে একটি অভিযোগ দায়ের হয়েছে। মামলা দায়ের করেন প্রদীপ গুপ্তা নামে এক জনৈক আইনজীবী। আগামী ২৪ জানুয়ারি এই মামলায় শুনানির দিন ধার্য হয়েছে।
ফের বেসুরো রাজ্য বিজেপির সহ সভাপতি চন্দ্র বসু। জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় এবার নেতাজির পরিবারের সদস্যের ট্যুইট। ট্যুইটারে তিনি লিখেছেন, যদি সংশোধিত নাগরিকত্ব আইন কোনও ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে আমরা কেন শুধু হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি এবং জৈনদের কথা বলছি। কেন এর ুপাশাপাশি মুসলিমদের অন্তর্ভূক্ত করছি না? এনিয়ে স্বচ্ছ থাকা দরকার। ভারতকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করবেন না। আমাদের দেশ, সব ধর্ম এবং সব সম্প্রদায়ের জন্যই উন্মুক্ত।
প্রেক্ষাপট
মেরঠ: হিংসা-কবলিত মেরঠে যাওয়ার পথে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ আন্দোলনে পথে নেমে মেরঠে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন রাহুল-প্রিয়ঙ্কা। কিন্তু, মেরঠে ঢোকার আগেই, রাহুল-প্রিয়ঙ্কাদের আটকে দেওয়া হয়। একইসঙ্গে, তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মেরঠে সিএএ-র প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের একটি ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে দাবি, ২ জন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। হিংসার বলি হন আরও ২ জন।
এর আগে, গত ২২ তারিখ, লখনউ বিমানবন্দর থেকে বেরোতেই দেওয়া হয়নি তৃণমূলের প্রতিনিধি দলকে। তৃণমূলের প্রতিনিধি দলের ৪ সদস্যকে পুলিশি হেনস্থারও অভিযোগ উঠেছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -