নারদকাণ্ডে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকেও তলব।২ সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার নোটিস। নোটিস পেয়েছি, অবশ্যই যাব, বললেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। নারদকাণ্ডে ৩১ শে অগাস্ট হাজিরা দিতে শোভন চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Aug 2019 03:12 PM (IST)
নারদকাণ্ডে এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই।
কলকাতা: নারদকাণ্ডে এবার বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই। আগামী ৩১ অগাস্ট সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য নোটিস দেওয়া হয়েছে তাঁকে। নোটিস নিয়ে এখনও মেলেনি বিজেপি নেতার প্রতিক্রিয়া। নারদকাণ্ডে আগেও শোভনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে।