নয়াদিল্লি: এ বছরের সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি প্রকাশিত হল। ৪ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে পরীক্ষা। সিবিএসই-র সরকারি ওয়েবসাইটে পরীক্ষার সূচি জানা যাচ্ছে। ফল প্রকাশিত হবে ১৫ জুলাই।

সিবিএসই-র পক্ষ থেকে জানানো হয়েছে, দু’টি শিফটে পরীক্ষা হবে। বেশিদিন ধরে যাতে পরীক্ষা না চালাতে হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম শিফটে সাধারণ পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় শিফটে বিদেশের স্কুলগুলির ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয়গুলি নেননি, সেগুলির পরীক্ষা হবে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হচ্ছে ৭ জুন এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ১১ জুন। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে। প্রথম শিফটের পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে। উত্তরপত্র ও প্রশ্ন দেওয়া হবে সকাল ১০টা থেকে ১০.১৫-এর মধ্যে। প্রশ্ন পড়ার জন্য ১৫ মিনিট দেওয়া হবে। দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের দুপুর দুটোর মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক আগেই জানিয়েছিলেন, এ বছরের মে থেকে জুন পর্যন্ত সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা চলবে। তিনি আরও জানিয়েছেন, লিখিত পরীক্ষা হবে অফলাইন মোডে। ৩৩ শতাংশ প্রশ্ন থাকবে ইন্টারনাল চয়েসের। করোনা আবহে সিলেবাস কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। পরীক্ষাীর্থীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটও করেছেন শিক্ষামন্ত্রী।




সিবিএসই সূত্রে জানা গিয়েছে, করোনা সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের মাস্ক পরে থাকতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। পরীক্ষার্থীরা সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন।

সিবিএসই-র পক্ষ থেকে এক সরকারি নোটিসে জানানো হয়েছে, ‘প্রায় তিন মাস আগে পরীক্ষার সূচি দিয়ে দেওয়া হল। ছাত্র-ছাত্রীরা করোনা অতিমারীর সময় যে সমস্যাগুলির মোকাবিলা করেছে, সেসব সামলে যাতে পরীক্ষার জন্য ঠিকমতো প্রস্তুতি নিতে পারে, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। দশম ও দ্বাদশ শ্রেণির মূল বিষয়গুলির পরীক্ষার মধ্যে যাতে পর্যাপ্ত সময় থাকে, সেটা নিশ্চিত করা হয়েছে।’