বিধি বদল কেন্দ্রের, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৬৫ উর্ধ্ব, করোনা আক্রান্তরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2020 07:28 PM (IST)
আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিতে বদল আনার জন্য নিয়ম বদল করা হয়েছে।
নয়াদিল্লি: এ বছরের শেষদিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগে করোনা ভাইরাস সংক্রমণ দূর হবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে নির্বাচনী বিধিতে বদল আনল কেন্দ্রীয সরকার। আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ১৯৬১ সালের নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিতে বদল আনার জন্য নিয়ম বদল করা হয়েছে। ৬৫ বছরের বেশি বয়সি এবং কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আইন ও বিচার মন্ত্রকের জারি করা নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘১৯৬১ সালের নির্বাচন পরিচালনা সংক্রান্ত আইনের ২৭ এ ধারায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে করোনা আক্রান্ত বা সন্দেহজনক ব্যক্তিদের কথাও যুক্ত করতে হবে। ‘ই’ ধারায় ৮০ বছরের বদলে ৬৫ বছর শব্দটি লিখতে হবে। ‘এফ’ ধারায় করোনা আক্রান্ত বা সন্দেহজনক ব্যক্তির বিষয়টি যুক্ত করতে হবে। সরকারি বা সরকার স্বীকৃত হাসপাতালে করোনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট পাওয়া কোনও ব্যক্তি, করোনা সন্দেহে হোম বা সরকারি কোয়ারেন্টিনে থাকা লোকজন এই তালিকায় থাকবেন।’