বেঙ্গালুরু: চন্দ্রযান ২ এখন চাঁদের কক্ষ পথে ঘুরছে। আর ঘুরতে ঘুরতেই চন্দ্রযান ২ চন্দ্রপৃষ্ঠের আরও কিছু ছবি তুলেছে। এই ছবিগুলিতে পৃথিবীর উপগ্রহের বেশ কিছু ক্রেটার (গহ্বর) দেখা গিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সোমবার এ কথা জানিয়েছে। এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, চন্দ্রগামী মহাকাশযান সোমারফেল্ড, কির্কউড, জ্যাকসন, মাচ, কোরোলেভ, মিত্র, প্লাসকেট, রোঝডেস্টভেনস্কি ও হেমমাইট ক্রেটারের ছবি তুলেছে। বিশিষ্ট বিজ্ঞানী, নভশ্চর ও পদার্থবিজ্ঞানীদের নামে ওই ক্রেটারগুলির নামকরণ করা হয়েছে। ক্রেটার মিত্রর নামকরণ হয়েছে ভারতীয় পদার্থবিজ্ঞানী তথা পদ্মভূষণ সম্মান প্রাপক অধ্যাপক শিশির কুমার মিত্রর নামে। আয়নোস্ফিয়ার ও রেডিওফিজিক্স নিয়ে তাঁর যুগান্তকারী কাজের জন্য ওই ক্রেটার তাঁর নামাঙ্কিত করা হয়েছে।



ইসরো জানিয়েছে, চন্দ্রপূষ্ঠের এই ছবিগুলি ৪,৩৭৫ কিলোমিটার উচ্চতা থেকে গত ২৩ আগস্ট তুলেছে চন্দ্রযান ২-র টেরেন ম্যাপিং ক্যামেরা।
চাঁদের যে প্রথম ছবিটি চন্দ্রযান তুলেছিল, তা ইসরো গত ২২ আগস্ট প্রকাশ করে।



চন্দ্রযান ২-তে রয়েছে তিনটি অংশ- অর্বিটার, ল্যান্ডার ও রোভার। গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি মার্ক ৩ এম১ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ৩,৮৪০ কেজির চন্দ্রযান ২।
গত ২১ আগস্ট দ্বিতীয়বার চন্দ্রযান ২-র চন্দ্রগামী ম্যানুভার ঘটিয়েছিল ইসরো। চন্দ্রযান ২ সঠিকভাবেই কাজ করছে বলে জানায় ইসরো।
আগামী ২ সেপ্টেম্বর অর্বিটার থেকে ল্যান্ডার বিচ্ছিন্ন হওয়ার আগে আরও চাঁদের কক্ষপথে আরও তিনটি ম্যানুভার (পথ বদল) হবে।পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর অতবরণ চাঁদের দক্ষিণ মেরুতে।