কেন বাতিল ৩৭০, ৩৫-এ, বোঝাতে এক মাসের জনসংযোগ কর্মসূচি বিজেপির, ৩৫টি বড়, ৩৭০টি ছোট শহরে সভা, হবে কাশ্মীরের চার জায়গাতেও
Web Desk, ABP Ananda | 26 Aug 2019 07:08 PM (IST)
১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে এই কর্মসূচি। শ্রীনগর, অনন্তবাগ, বারামুলা, সোপোর-কাশ্মীরের এই চারটি জায়গাতেও জনসভা করে ৩৭০ ও ৩৫এ অনু্চ্ছেদ বাতিলের সিদ্ধান্ত ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছেন শেখাওয়াত, প্রধান।
নয়াদিল্লি: কেন জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করা হল, সে ব্যাপারে দেশবাসীকে অবহিত করতে জোর প্রচারে নামছে বিজেপি। কেন্দ্রের ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের ‘তাত্পর্য্য’ বোঝাতে দেশব্যাপী এক মাসের জনসংযোগ কর্মসূচি নিচ্ছে কেন্দ্রের শাসক দল। কেন্দ্রের দুই মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত ও ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের একথা জানান। দেশের ৩৫টি বড় শহর, ৩৭০টি ছোট শহর-নগরে দুটি ধারা বাতিলের প্রয়োজনীয়তা বোঝাতে জনসভা করবেন বিজেপি নেতারা, সামিল হবেন দলীয় সাংসদ, পদাধিকারীরা, মন্ত্রীরাও। এ ব্যাপারে দেশের নানা ক্ষেত্রের নামী ব্যক্তিত্বদের কাছেও যাবেন তাঁরা। ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পালন করা হবে এই কর্মসূচি। শ্রীনগর, অনন্তবাগ, বারামুলা, সোপোর-কাশ্মীরের এই চারটি জায়গাতেও জনসভা করে ৩৭০ ও ৩৫এ অনু্চ্ছেদ বাতিলের সিদ্ধান্ত ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছেন শেখাওয়াত, প্রধান। ৩৭০ অনুচ্ছেদ খারিজের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’, স্বাধীন ভারতের ইতিহাসে সেই বিরল মূহূর্তগুলির একটি বলে দাবি করেন প্রধান যখন রাজনৈতিক, আদর্শগত বিভাজনের ঊর্ধ্বে উঠতে পেরেছে ভারত। মোদী সরকারের সিদ্ধান্ত দেশব্যাপী বিপুল সমর্থন পাওয়া সত্ত্বেও কেন তার স্বপক্ষে প্রচারে নামতে হচ্ছে বিজেপিকে, জানতে চাওয়া হলে শেখাওয়াত বলেন, এই পদক্ষেপের গুরুত্ব, তাত্পর্য্য সম্পর্কে আমজনতাকে বোঝানোর প্রয়োজন আছে। ৩৭০ ও ৩৫এ বাতিল বিজেপির কাছে শুধুমাত্র সেন্টিমেন্ট বা ভাবাবেগের বিষয় নয় কেননা সিদ্ধান্তটি যুক্তির ওপর দাঁড়িয়ে আছে, বলেন প্রধান। কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দেওয়ার পর এখন সেখানেও ৮৫টির বেশি কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প কার্যকর হবে বলেও জানান তাঁরা।