নয়াদিল্লি: এবার থেকে তথ্যের অধিকার আইনের আওতায় থাকবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতর। আজ এই রায় দিল প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। তবে আদালত একইসঙ্গে জানিয়েছে, ‘তথ্যের অধিকার আইনকে নজরদারির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে বিচারপতিদের নাম প্রস্তাব করছে, শুধু সেটি প্রকাশ করা যাবে। কেন সংশ্লিষ্ট বিচারপতিদের বেছে নেওয়া হয়েছে, সেটি বলা যাবে না।’
২০১০ সালের ১০ জানুয়ারি দিল্লি হাইকোর্ট রায় দেয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতরও তথ্যের অধিকারের আওতায় থাকবে। এই রায়ের বিরোধিতা করেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি-জেনারেল ও কেন্দ্রীয় জন তথ্য আধিকারিক। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ গত ৪ এপ্রিল রায় স্থগিত রাখে।
আজ রায়ে বলা হয়েছে, ‘কেউই অন্ধকারে থাকতে বা অন্য কাউকে অন্ধকারে রাখতে চায় না। প্রশ্নটি হল সীমারেখার। স্বচ্ছতার নামে প্রতিষ্ঠানকে ধ্বংস করা যায় না।’