নয়াদিল্লি: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস-এর ১৭ বিদ্রোহী বিধায়কের পদ খারিজের যে সিদ্ধান্ত নিয়েছিলেন বিধানসভার তৎকালীন স্পিকার কে আর রমেশ কুমার, সেটি বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে এই বিধায়কদের উপনির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। স্পিকারের নির্দেশ ছিল, ২০২৩ সালে কর্ণাটকের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিধায়করা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সেই সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জুলাইয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পদ খোয়ানো বিধায়করা। আজ সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এন ভি রমন বলেছেন, ‘আবেদনকারীরা যেভাবে আদালতে এসেছেন, সেটা ঠিক নয়। সরকারের পাশাপাশি বিরোধীদেরও সমান দায়িত্ব আছে। আমরা স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখছি। তবে একজন ব্যক্তি কতদিন পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, সেটা বলার অধিকার স্পিকারের নেই। সেই কারণে পদ খারিজ হওয়া বিধায়কদের নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।’
৫ ডিসেম্বর কর্ণাটকে ১৫টি আসন বিধানসভা উপনির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন কংগ্রেস-জেডিএস-এর বিদ্রোহী বিধায়করা।
কর্ণাটকে ১৭ বিধায়কের পদ খারিজের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বহাল, উপনির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2019 11:35 AM (IST)
৫ ডিসেম্বর কর্ণাটকে ১৫টি আসন বিধানসভা উপনির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন কংগ্রেস-জেডিএস-এর বিদ্রোহী বিধায়করা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -