নয়াদিল্লি: ১২ বছরের ঊর্ধ্বে যাদের কোমর্বিডিটি রয়েছে, করোনার টিকার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনই জানাল ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ। কেন্দ্রীয় সরকারের এই পরামর্শদাতা কমিটির প্রধান এন কে অরোরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্কদের করোনার টিকা দেওয়া অবশ্যই জরুরি। প্রাপ্তবয়স্কদের টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। তবে একইসঙ্গে কোমর্বিডিটি থাকা ১২ ঊর্ধ্বদেরও টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি ভ্যাকসিন জাইকভ-ডি ১২ ঊর্ধ্বদের দেওয়া হবে।


সম্প্রতি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য জাইকভ-ডি ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ভ্যাকসিনই প্রাপ্তবয়স্কদের পাশাপাশি নাবালকদেরও দেওয়া হবে।


কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা কমিটি আরও জানিয়েছে, ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাকসিনও নাবালকদের দেওয়া হতে পারে। সেপ্টেম্বরের শেষদিকে বা অক্টোবরে নাবালকদের কোভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে কোভ্যাকসিনের ১০ কোটি ডোজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


গত সপ্তাহে জাইডাস ক্যাডিলা সংস্থার তৈরি জাইকভ-ডি ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের সবুজ সঙ্কেত দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। জাইডস ক্যাডিলার এমডি শর্বিল পটেল জানিয়েছেন, এই সপ্তাহে ভ্যাকসিনের দাম নির্ধারণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, ২ থেকে ১২ বছর বয়সিদের ক্ষেত্রে ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কয়েকদিনের মধ্যেই কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।


এদিকে, দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২ জন। একদিনে ৩৯ হাজার ৪৮৬ জন সুস্থ হয়েছেন।