নয়াদিল্লি: দিল্লিতে বসল দেশের প্রথম স্মগ টাওয়ার। বায়ু দূষণের হাত থেকে শহরকে রক্ষা করতে এই উদ্যোগ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কনট প্লেসে দেশের প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করেছেন। এই টাওয়ারের উচ্চতা ২৪ মিটার। এই টাওয়ার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাতাস পরিষ্কার করতে সক্ষম বলে জানানো হয়েছে। স্মগ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইও।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছে, পরিবেশ দূষণ মোকাবিলায় ও দিল্লির বাতাস পরিশুদ্ধ রাখতে দিল্লি দেশে প্রথম স্মগ টাওয়ার বসিয়েছে। এই প্রযুক্তি আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। এই স্মগ টাওয়ার ২৪ মিটার উঁচু এবং এক কিমি পরিধির মধ্যে এলাকার বাতাস পরিষ্কার করবে।
প্রতি সেকেন্ডে পরিশুদ্ধ হবে এক হাজার ঘন মিটার বাতাস
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন ২০ মিটারের বেশি উচ্চতার এই টাওয়ার আশেপাশের এক কিলোমিটার পরিধির বাতাসের গুণমান শোধরানোর কাজ করবে এবং বর্ষার মরশুমের পর পূর্ণ ক্ষমতায় কাজ শুরু করবে।
এর আগে গোপাল রাই বলেছিলেন, করোনা অতিমারীর কারণে এই স্মগ টাওয়ার বসানোর কাজে বিলম্ব ঘটছে। দিল্লির মন্ত্রিসভা গত বছরের অক্টোবরে পরীক্ষামূলক এই পরিকল্পনার অনুমোদন দিয়েছিল। স্মগ টাওয়ার প্রতি সেকেন্ডে এক হাজার ঘন মিটার বাতাস পরিশুদ্ধ করবে।
দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছন, স্মগ টাওয়ারের কাজ শুরু হওয়ার পর আগামী দুই বছর পর্যন্ত এর প্রভাব নিয়ে সমীক্ষা করে দেখা হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) –র আধিকারিকরা বলেছেন, কেন্দ্র সরকারের বসানো অন্য একটি ২৫ মিটার উচ্চতার টাওয়ার দিল্লির আনন্দ বিহারে আগামী ৩১ অগাস্টের মধ্যে কাজ শুরু করে দেবে।
দিল্লিতে প্রতি বছর শীতকালে বায়ুদূষণের ফলে তীব্র সমস্যা দেখা দেয়। ইলেকট্রিক জেনারেটর ব্যবহারের বন্ধ, গাড়ির জোড়-বিজোড় নীতি, নির্মাণ কাজে লাগামের মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য। এবার সেই প্রচেষ্টায় যুক্ত হল স্মগ টাওয়ার। এই স্মগ টাওয়ার বায়ু দূষণের সমস্যা থেকে রাজধানীকে কতটা মুক্তি দিতে পারে, তা ভবিষ্যতেই বোঝা যাবে।