কলকাতা: করোনা সঙ্কটে আশার আলো দেখাচ্ছে বাংলা। ফের একবার রাজ্যে একদিনে করোনা আক্রান্তের চেয়ে বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেন! বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৪ জন। সুস্থ হয়েছেন তার চেয়েও অনেক বেশি ৩ হাজার ৩৩৫ জন।
দৈনিক সংক্রমণের ক্ষেত্রে তেমন কিছু আশা দেখা যাচ্ছে না। তবে আশার কথা, করোনায় মৃত্যু আগের থেকে কমছে আশাব্যাঞ্জক হারে। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৪ জন। বুধবার সংখ্যাটা ছিল সামান্য কম ২ হাজার ৯৭৬ জন।
এরইসঙ্গে ফের একবার দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতাকে টেক্কা দিল উত্তর ২৪ পরগনা। সেখানেও দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। সেটাই আপাতত আশার কথা।
বৃহস্পতিবারে তথ্য অনুসারে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৫ জনের। বুধবার সংখ্যাটা ছিল ৫৬। মঙ্গলবার ৫৫। সোমবার ৫২। রবিবার ৫০। দেখা যাচ্ছে করোনা মৃত্যুর দৈনিক সংখ্যা ৫০ এর আশেপাশেই থাকছে।
গোটা দেশের মতো রাজ্যেও করোনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৫ হাজার ২৯১টি নমুনা পরীক্ষা হয়েছে। এই নিয়ে মোট ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা হল রাজ্যে।
Corona Cases West Bengal: রাজ্যে করোনা সঙ্কটে আশার আলো, ফের ১ দিনে করোনা আক্রান্তের চেয়ে বাড়ল সুস্থতার সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2020 12:04 PM (IST)
দৈনিক সংক্রমণের ক্ষেত্রে তেমন কিছু আশা দেখা যাচ্ছে না। তবে আশার কথা, করোনায় মৃত্যু আগের থেকে কমছে আশাব্যাঞ্জক হারে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -