জব্বলপুর: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যপ্রদেশের জব্বলপুরে এক জনসভায় তিনি বলেছেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুলবাবাকে চ্যালেঞ্জ করছি, নাগরিকত্ব সংশোধনী আইনে এমন একটি ধারা দেখান যেখানে এই দেশের নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে।’
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর চলাকালীনই গতকালের পর আজও বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। এরই মধ্যে আজ পাল্টা আক্রমণ শানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, ভারতের নাগরিকদের মতোই এদেশে সমান অধিকার রয়েছে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলির হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধদের। তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যই আইন আনা হয়েছে।
কোথায় বলা হয়েছে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে দেখান, মমতা-রাহুলকে চ্যালেঞ্জ অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2020 05:49 PM (IST)
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জীর বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -