Live Update: 'প্রাণ থাকতে এনআরসি হতে দেব না', বেলেঘাটায় মিছিল শেষে বললেন মুখ্যমন্ত্রী

বিধান সরণিতে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শুরু মিছিল। শুরুতেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। ধর্মের নামে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুললেন বিজেপির বিরুদ্ধে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Dec 2019 02:42 PM

প্রেক্ষাপট

কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান সরণিতে স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শুরু মিছিল। শুরুতেই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। ধর্মের...More

বেলেঘাটায় মিছিল শেষে মুখ্যমন্ত্রী বলেন,
• আমরা কেউ বাংলা ভাগ হতে দেব না।আমরা হিন্দু-মুসলমান ভাগ হতে দেব না। দেশে শুধু বিজেপি থাকবে এটা হতে পারে না। আগামীদিনে তারা থাকবে কিনা সেটা মানুষ, ঠিক করবে। দেশভাগের চক্রান্ত করছে বিজেপি।
• বাংলায় এনআরসি হবে না । আমাদের এখানে কোনও ডিটেনশন ক্যাম্প হয়নি।
• উদ্বাস্তু হয়ে আসা মানুষদের বলা হচ্ছে তাঁরা নাগরিক নন। উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল দেওয়া হয়েছে। এখানে সবাই স্বীকৃত নাগরিক।
• মতুয়াদের উন্নতি তৃণমূলের সরকার করেছে। বড়মা-র চিকিৎসার দায়িত্বও আমরাই নিয়েছিলাম। মতুয়াদের বোর্ডও আমরাই তৈরি করেছি।
• ভোটার লিস্টে নাম ভাল করে দেখে নেবেন। ভোটার লিস্ট ভুলে ভরা।
• আধার কার্ড না থাকলে নাগরিক নয় আগে বলেছিলেন। এখন বলছেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়।
• একটা আন্দোলন সামলাতে পারে না। আন্দোলনের ওপর গুলি চালিয়েছে। অনেক মানুষ মারা গেছেন, অনেকে আহত হয়েছেন।
• প্রাণ থাকতে এনআরসি হতে দেব না।
• ২৮ ডিসেম্বর ব্লকে ব্লকে মিছিল আছে।