কলকাতা: চিনা অ্যাপ ক্যাম স্ক্যানার বাতিল হয়েছে। সোমবার ফোনে নথি স্ক্যানের জন্য বাংলার নিজস্ব অ্যাপ, সেল্ফ স্ক্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেছেন, ‘আমরা রাজ্যের আইটি-র তৈরি করা মোবাইল অ্যাপ সেল্ফ স্ক্যানের সূচনা করলাম আজ। সেল্ফ স্ক্যানার বাজার চলতি অন্যান্য অ্যাপের তুলনায় অনেক উন্নত। সুবিধাজনক এবং সুরক্ষিত। এতে স্ক্যান করা ডকুমেন্ট এডিটও করা যায়।‘

https://bengali.abplive.com/videos/news/cm-mamata-banerjee-introduce-self-scan-app-713091

ক্যাম স্ক্যানার জনপ্রিয় ছিল। তবে এই চিনা অ্যাপে ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন উঠছিল। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের আবহে দেশে নিষিদ্ধ হয় ক্যাম স্ক্যানার। তার বিকল্প হিসাবে সেল্ফ স্ক্যানারকে তুলে ধরতে চাইছেন মমতা। তিনি বলেছেন, ‘এতে ব্যবহারকারীর কোনও তথ্য সার্ভারে জমা হয় না। ব্যবহারকারীর মোবাইলেই থাকে। তাই এটা পুরোপুরি সুরক্ষিত। এটা একদম ব্যক্তিগত ও নিরাপদ অ্যাপ। এটি একদম ফ্রি এবং এতে কোনও বিজ্ঞাপন নেই। সম্পূর্ণভাবে আমাদের বাংলার আইটি বিভাগ তৈরি করেছে। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। যখন ক্যাম স্ক্যানার চলবে কি না বা ব্যবহার করবেন কি না তা নিয়ে বিতর্ক চলছে, সেই তর্ক-বিতর্কের মধ্যে না গিয়ে আমি চাইব দেশেরটাই হোক।‘ মুখ্যমন্ত্রী যোগ করেছেন, ‘বাংলা আজ যা ভাবে গোটা বিশ্ব আগামীকাল সেটা ভাববে। এখন থেকে স্ক্যান মানেই সেল্ফ স্ক্যান।‘