কলকাতা: রাজ্যের অনুরোধ মেনে হটস্পট থেকে কমছে ট্রেন। রোজ নয়, আমদাবাদ-মুম্বই থেকে সাপ্তাহিক ট্রেন, খবর সূত্রের। দৈনিকের বদলে দিল্লি থেকে জোড়া ট্রেনও এবার থেকে সাপ্তাহিক হয়ে যাচ্ছে বলে সূত্রের খবর। ১০ জুলাই থেকে আমদাবাদ, মুম্বই-হাওড়া ট্রেন সাপ্তাহিক হয়ে যাচ্ছে বলেই জানা গিয়েছে।

এদিকে, যাদবপুর ক্যাম্পাসেও এবার করোনা সংক্রমণ। ১২ জুলাই পর্যন্ত বন্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। যাদবপুরের সল্টলেক ক্যাম্পাসও ১২ জুলাই পর্যন্ত বন্ধ। গবেষণা বিভাগের কর্মীর করোনা হয়েছে। প্রশাসনিক ভবন স্যানিটাইজ করার কাজ চলছে।

পাশাপাশি এনআরএস মেডিক্যাল কলেজে ফের করোনা সংক্রমণ। চিকিৎসক-রোগী মিলিয়ে আক্রান্ত আরও ১৬ জন। এদের মধ্যে একজন বিভাগীয় প্রধান, একজন অধ্যাপক-চিকিৎসক ও ১৪ জন রোগী। এর আগে গত দু’দিনে চিকিৎসক-নার্স ও রোগী মিলিয়ে ১৬ জনের শরীরে সংক্রমণ মেলে। এ নিয়ে গত তিনদিনে শুধুমাত্র এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালেই ৩২ জন করোনা আক্রান্ত হলেন।