প্রধানমন্ত্রীর সমালোচনা করে খেরা আরও বলেছেন, ‘মোদীকে তাঁর সরকারের তিনটি সাফল্যের কথা উল্লেখ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেটা বলতে পারেননি। এই সাক্ষাৎকারে এটাই তাঁর একমাত্র সৎ স্বীকারোক্তি। চার বছর ক্ষমতায় থাকার পরেও তিনি সরকারের তিনটি সাফল্যের কথা বলতে পারছেন না। তিনি প্রধানমন্ত্রী। এভাবে দেশ চালাতে পারেন না। পরিসংখ্যান নিয়ে খেলা চলবে না।’
খেরার আরও দাবি, ‘সাক্ষাৎকারে উন্নয়নের কথা বললেও, নির্বাচনের পরে সে কথা ভুলে যান প্রধানমন্ত্রী। কারণ, তাঁর উন্নয়ন শুধুই মুখের কথা। ২০১৪ সালে শ্রী মোদী অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৪৮ মাসের মধ্যে সেগুলি পূরণ করার কথা বলেছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, তথাকথিত লক্ষ্য ২০২২ সালের মধ্যে পূরণ করা হবে। আমি মোদীকে স্পষ্ট বলতে চাই, তাঁর সরকার ৯ মাসের বেশি টিকবে না।’