পুদুচেরি: পুদুচেরির কামারাজ নগরে বিধানসভা উপনির্বাচনে জয় পেলেন কংগ্রেস প্রার্থী এ জনকুমার। তিনি ৭,১৭১ ভোটে জয় পেয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৬০.৮ শতাংশ। বিরোধী এআইএনআরসি পেয়েছে ৩১.৩ শতাংশ ভোট। জনকুমার জেতায় পুদুচেরিতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে হল ১৫। আজ উপনির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর জনকুমার বলেছেন, ‘আমাকে ভোট দিয়ে জেতানোয় মানুষকে ধন্যবাদ জানাই। মানুষের প্রাথমিক চাহিদাগুলি পূরণ করাই আমার লক্ষ্য থাকবে। জয় না পেলেও, কঠোর পরিশ্রম করায় বিরোধী প্রার্থীকে অভিনন্দন জানাই।’