ভোপাল: জন আশীর্বাদ যাত্রার মধ্যে কালো পতাকা প্রদর্শন, পাথর ছুঁড়ে মারার ঘটনায় কংগ্রেসের হাত থাকার অভিযোগ তুলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বললেন, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কি দলের ক্যাডারদের এমন আচরণ অনুমোদন করেন? সোমবার সিধি জেলায় শিবরাজের জনসংযোগ কর্মসূচি চলাকালে বিক্ষোভ দেখায় কিছু লোক। প্রায় ৩০ জনকে এ ব্যাপারে গ্রেফতার করেছে পুলিশ।
শিবরাজ পাথরবাজির ঘটনায় গভীর উষ্মা প্রকাশ করে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, মধ্যপ্রদেশের রাজনীতিতে কোনওদিন এমন হয়নি। রাজনৈতিক দলগুলির মধ্যে নিজ নিজ আদর্শকে কেন্দ্র করে বিরোধ, লড়াই হয়েছে। কিন্তু কখনই পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেনি। সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, কংগ্রেসের রাজ্য সভাপতি কমল নাথকে জিজ্ঞাসা করতে চাই, দলকে কোন পথে নিয়ে যেতে চান তাঁরা? দলের নেতা, কর্মীরা যা সব করছেন, তাতে কি তাঁরা খুশি? কংগ্রেস আমার রক্ত চায় বলে মন্তব্য করেন তিনি।
এদিকে শিবরাজের সমবায় রাষ্ট্রমন্ত্রী বিশ্বাস সারঙ্গের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখিয়েছে, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর মেরেছে কংগ্রেস নেতা অজয় সিংহের ‘গুন্ডাবাহিনী’।
শিবরাজ আগামী বিধানসভা ভোট মাথায় রেখে রাজ্যব্যাপী প্রচারে বেরিয়েছেন। একটি বাসকে রথ করে সাজিয়ে চলছে যাত্রা। চুরহাটে সেই গাড়ি টার্গেট করে পাথর মারা হয় বলে অভিযোগ। বিরোধী নেতা কংগ্রেসের অজয় সিংহের কেন্দ্রের অন্তর্গত জায়গাটি। শিবরাজের গাড়ি ঘিরে হামলা করে মারমুখী একটি দল, এমনই অভিযোগ।
পরে এক জনসভায় শিবরাজ চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে অজয় সিংহ সামনে এসে তাঁর সঙ্গে ভোটে লড়ুন। আমি শারীরিক ভাবে দুর্বল হলেও আপনাদের কাজকর্মে ভীত নই। রাজ্যবাসী আমার সঙ্গে আছেন।