কলকাতা: সঠিক চিকিৎসা হচ্ছে না, এমনই অভিযোগ। আর তার জেরে অভাবনীয় কাণ্ড করে বসলেন এক কোভিড-১৯ রোগী! তিনি বাড়ি যাবেন বলে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত বাড়ির পথে পা না বাড়িয়ে লকডাউনে বন্ধ কফিশপের বাইরে বসে রইলেন তিনি। করোনা আবহে খোদ কলকাতার বুকে ঘটে যাওয়া এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে জনসাধারণের সুরক্ষা।
কলকাতা মেডিক্যালের গ্রিন বিল্ডিংয়ে ৬ তলার করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন নিমতার বাসিন্দা বছর ৬৫-র ওই ব্যক্তি। আজ সকালে সেখান থেকেই ওই ব্যক্তি নিচে নেমে আসেন বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সামনে দিয়েই তিনি বেরিয়ে আসেন হাসপাতাল চত্বর থেকে। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁর মনে হচ্ছিল হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে না। তাই বাড়ি চলে যাওয়ার জন্যই বেরিয়ে আসেন। লকডাউনে বন্ধ কফিশপের বেঞ্চে বসেছিলেন তিনি।
বিষয়টি নজরে আসে হাসপাতালের কর্মীদের। ওই ব্যক্তিকে সহজেই চিহ্নিত করতে পারেন তাঁরা। এরপর তাঁকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের বেডে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে তাঁদের কাছে কোনও তথ্য নেই। খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছে তারা।
‘ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না’, হাসপাতাল থেকে বেরিয়ে কফিশপের বেঞ্চে করোনা আক্রান্ত!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2020 06:08 PM (IST)
সঠিক চিকিৎসা হচ্ছে না, এমনই অভিযোগ। আর তার জেরে অভাবনীয় কাণ্ড করে বসলেন এক কোভিড-১৯ রোগী!
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -