সুশান্তের ডায়রি, ল্যাপটপ, মোবাইল ও নথিপত্র সিবিআইকে দিল মুম্বই পুলিশ, জেরার মুখে সুশান্তের রাঁধুনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2020 02:57 PM (IST)
সিবিআইয়ের হাতে সুশান্তের ডায়রি, ল্যাপটপ, মোবাইল ও নথিপত্র তুলে দিয়েছে মুম্বই পুলিশ। সিবিআইয়ের আর একটি দল সুশান্তের রাঁধুনিকে জিজ্ঞাসবাদ করছে। আজই সুশান্তের ফ্ল্যাটে যেতে পারে সিবিআই টিম।
মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে দুটি টিম গড়ে তদন্তে নামল সিবিআই। -আজ বান্দ্রা থানায় গিয়ে মুম্বই পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের অফিসাররা। -সিবিআইয়ের হাতে সুশান্তের ডায়রি, ল্যাপটপ, মোবাইল ও নথিপত্র তুলে দিয়েছে মুম্বই পুলিশ। - সিবিআইয়ের আর একটি দল সুশান্তের রাঁধুনি নীরজকে জিজ্ঞাসবাদ করছে। আজই সুশান্তের ফ্ল্যাটে যেতে পারে সিবিআই টিম। -ঘটনার দিন যে সব প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ, সেই প্রত্যক্ষদর্শীদেরও ডেকে পাঠানো হয়েছে। যিনি চাবি খুলেছিলেন, তাঁকেও ডেকে পাঠাতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখছে সিবিআইয়ের তদন্তকারী দল। -সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে গিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করতে পারে সিবিআই, খবর সূত্রের। তদন্তের সূত্রে সামনে এসেছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও পরিচালক মহেশ ভট্টের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট। সূত্রের খবর, ওই চ্যাটে রিয়া মহেশকে জানিয়েছিলেন, তিনি সুশান্তের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। মহেশ নাকি সেই সিদ্ধান্তের প্রশংসা করেছিলেন। সিবিআইয়ের তদন্তকারীদের কাছে ওই চ্যাটও মূল্যবান সূত্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। সুশান্ত লোনাভালায় একটি ফার্মহাউসে লকডাউনের আগে থাকার পরিকল্পনা করেছিলেন। সেই ফার্মহাউসও সিবিআই তদন্তের আওতায় আসতে পারে।