নয়াদিল্লি: করোনা ভাইরাসের চিকিৎসায় এতদিন প্লাজমা থেরাপির কথা বলছিলেন চিকিৎসকরা। কিন্তু এখন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) গবেষণা বলছে, ভারতে করোনায় মৃত্যু ঠেকাতে প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে আরও গবেষণা চালানো হবে বলে জানিয়েছে আইসিএমআর।
প্লাজমা থেরাপি নিয়ে গবেষণা চালাচ্ছে আইসিএমআর। ভারতেই প্লাজমা থেরাপি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণা চলছে বলে জানা গিয়েছে। চিন ও নেদারল্যান্ডসেও গবেষণা চলছে, তবে সেই গবেষণা এখনও শেষ হয়নি। আইসিএমআর এ বছরের ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত পরীক্ষা চালিয়েছে। সেই পরীক্ষাতেই প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকে প্লাজমা নিয়ে বর্তমানে করোনা আক্রান্তদের শরীরে দেওয়া হয়। এতদিন বিজ্ঞানীরা দাবি করছিলেন, করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তিন সপ্তাহ পরে সংশ্লিষ্ট ব্যক্তির শরীর থেকে ৪০০ মিলিলিটার প্লাজমা নিয়ে দু’জন করোনা আক্রান্তের শরীরে দেওয়া যায়।
আইসিএমআর-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ২৯টি বেসরকারি ও সরকারি হাসপাতালে ৪৬৪ জন স্বেচ্ছাসেবককে দু’টি দলে ভাগ করে গবেষণা চালানো হয়েছে। এই গবেষণায় জানা গিয়েছে, ২৮ দিনে মৃত্যুর হারে কোনও বদল হয়নি। নয়াদিল্লি এইমসের পক্ষ থেকেও প্লাজমা থেরাপি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
করোনায় মৃত্যু ঠেকাতে প্লাজমা থেরাপির কার্যকারিতার প্রমাণ মেলেনি, বলছে আইসিএমআর-এর গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Sep 2020 12:02 AM (IST)
ভারতেই প্লাজমা থেরাপি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় গবেষণা চলছে বলে জানা গিয়েছে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -