নয়াদিল্লি: গরিবদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতের জন্য বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা বিশ্ব ব্যাঙ্কের। ১০০ কোটি মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল বিশ্ব ব্যাঙ্ক।


বিশ্ব ব্যাঙ্কের ভারতীয় প্রতিনিধি জুনেইদ আহমেদ জানিয়েছেন, সামাজিক দূরত্বের কারণে ঝিমিয়ে পড়েছে ভারতীয় অর্থনীতি। এই পরিস্থিতিতে গরিবদের বাঁচাতে গরিব কল্যাণ যোজনা প্রকল্পে জোর দিচ্ছে ভারত সরকার। সেই কারণেই এই আর্থিক প্যাকজে দেওয়ার সিদ্ধান্ত।

বিশ্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, তারা ভারত সরকারের সঙ্গে মূলত তিনটি ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে চায়। সেগুলি হল স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ভারতে বিশ্ব ব্যাঙ্কের ডিরেক্টর জুনেইদ আহমেদ বলেছেন, ”সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অর্থনীতির গতি শ্লথ হয়েছে। ভারত সরকার শুরু থেকেই গরিবদের কল্যাণে নজর দিয়েছে। চিকিৎসা ব্যবস্থা এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটা সেতুবন্ধনের কাজ করতে চাইছে সরকার। আগে থেকেই দেশে যে পরিকাঠামো আছে, সেই জন ধন, আধার এবং মোবাইল ব্যবহার করে সরকার পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের উন্নয়নে নজর দিয়েছে।” বিশ্ব ব্যাঙ্ক সূত্রের খবর, কেন্দ্রের সমাজ কল্যাণ মূলক প্রকল্পগুলিতে সাহায্য করতেই এই অনুদান।

উল্লেখ্য, প্রথম দফার লকডাউন ঘোষণা হওয়ার পরই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার আওতায় প্রত্যেক গরিব পরিবারকে বিনামুল্যে খাদ্যশস্য, জনধন অ্যাকাউন্টের মাধ্যমে মহিলাদের মাসে ৫০০ টাকা এবং উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হচ্ছে। ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার সেই প্রকল্পের কাজে খুশি বিশ্ব ব্যাঙ্ক।