করোনা সংক্রমিত গ্রেট আন্দামানিজ উপজাতির ৫ জন, ভর্তি হাসপাতালে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Aug 2020 07:39 PM (IST)
বাকি উপজাতিদের মধ্যেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
পোর্ট ব্লেয়ার: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে করোনা সংক্রমণ তিন হাজার ছুঁইছুঁই। এবার করোনা আক্রান্ত হলেন গ্রেট আন্দামানিজ উপজাতির পাঁচজন। কোনও উপসর্গ না থাকলেও, তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বহু ধরনের উপজাতি থাকলেও, গ্রেট আন্দামানিজ উপজাতি প্রায় বিপন্ন।এই প্রজাতির মাত্র ৫০-৬০ জন বাসিন্দা রয়েছেন। করোনা সংক্রমণ কোন পর্যায়ে রয়েছে তা জানতে সরকারি আধিকারিকরা আরটি-পিসিআর টেস্ট শুরু করেছিলেন। তাতেই পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসক অভিজিৎ রায়ের কথায়, ‘ওঁদের কোনও উপসর্গ নেই। ওঁরা সম্পূর্ণ বিপদমুক্ত। তবে করোনা আক্রান্ত সকলকেই আমরা পোর্ট ব্লেয়ারের হাসপাতালে নিয়ে এসেছি। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ১০দিনের মধ্যে যদি কোনও উপসর্গ ধরা না পড়ে, তাহলে আক্রান্তদের প্রত্যেককেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তবে বাড়ি ফিরে কিছুদিন কোয়রান্টিনে থাকতে হবে।’ সরকারি আধিকারিকদের মতে, উপজাতিদের জীবনযাপন আর আগের মতো নেই। অনেক ক্ষেত্রে তাঁদের জীবনযাত্রা উন্নত হয়েছে। এমনকী সরকারি অফিসেও চাকরি করেন উপজাতিদের অনেকেই। ফলে করোনা নিয়ে সচেতনতার কাজও চলছে। তবে গ্রেট আন্দামানিজ উপজাতিরা একসময় শিকার নির্ভর জীবনে অভ্যস্ত ছিলেন। এখন তাঁরা পেশায় মূলত মৎস্যজীবী। বর্তমানে ভর্তুকিযুক্ত রেশন, সরকারি স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষাব্যবস্থার উপর অনেকটাই নির্ভরশীল এই উপজাতি। তবে এখনও বাইরের কাউকে তাঁদের এলাকায় যেতে দেওয়া হয় না। গ্রেট আন্দামানিজ উপজাতিদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ার পরে, বাকি উপজাতিদের মধ্যেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।