নয়াদিল্লি: করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে লোকজনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বারেবারে হাত ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে। কীভাবে হাত ধুতে হবে, তার কৌশল যাঁদের জানা নেই, তাঁদের জন্য অনলাইনে কেরল পুলিশের শেয়ার করা একটি ভিডিও কাজে আসতে পারে।
কেরল পুলিশের মিডিয়া সেন্টার মঙ্গলবার ১.২৪ সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে শেয়ার করেছে। ভিডিওতে একটি মলায়ালাম সিনেমার গানের তালে মাস্ক পরিহিত কয়েকজন পুলিশ কর্মীকে হাত ধোয়ার ডান্স পরিবেশন করতে দেখা গিয়েছে।
শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে।



নোভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বিজ্ঞানী ও গবেষকরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সারা দিনে বারেবারেই ৪০ থেকে ৬০ সেকেন্ড সময় ধরে সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। অ্যালকোহলের মাত্রা বেশি এমন হ্যান্ডরাবও এক্ষেত্রে ব্যবহার করা যায়।
কীভাবে সঠিক হাত ধোয়া যায়, তা ছবির মাধ্যমে জানিয়ে ট্যুইটও করেছে হু-


এর পাশাপাশি আশেপাশে চারদিক পরিচ্ছন্ন রাখতে হবে। হাঁচি ও কাশির সময় নাক-মুখ ঢাকতে হবে। চোখে, নাকে, মুখে হাত দেওয়া চলবে না। বজায় রাখতে হবে নির্দিষ্ট দূরত্ব।
হু নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে অতিমারি ঘোষণা করেছে হু। বিশ্বের প্রায় ১৪৫ দেশে এই ভাইরাস ছড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১,৭৫,৫৩০। মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।