দিল্লি : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে চিন্তায় বিশ্ব। গবেষকরা বলছেন, আগের থেকে আরও শক্তিশালী হয়ে ফিরছে ভাইরাস। শুধু জ্বর নয়, এই উপসর্গগুলি দেখা দিলেও করোনা পরীক্ষা করিয়ে নিন।


হজমের সমস্যা


বেশিরভাগ ক্ষেত্রেই সবাই জানে, করোনা ভাইরাস শ্বাসযন্ত্রে আক্রমণ করে। কিন্তু পেট খারাপ, বমি, পেট ব্যথাও হতে পারে করোনার লক্ষণ। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। তাই সামান্য গ্যাসের সমস্যা ভেবে রোগকে অবহেলা করবেন না। 


লাল চোখ ভয়ের কারণ


অনেক সময় চোখ লাল দেখে ইনফেকশনের কথা বলেই ক্ষান্ত হন রোগী। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় কনজাংটিভাইটিস। কেউ কেউ একে জয় বাংলা বলেন। সামান্য এই লাল চোখই হতে পারে আপনার করোনার উপসর্গ। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে চিনের এক গবেষণাপত্রে।যেখানে বলা হয়েছে, লাল বা গোলাপি চোখ করোনার লক্ষণ হতে পারে।


অস্বাভাবিক কাশি


সাধারণত কাশি হলেই করোনা আক্রান্তের লক্ষণ বলে ভাবেন অনেকেই। তবে আক্রান্তরা বলছেন, করোনার কাশির সঙ্গে সাধারণ কাশির পার্থক্য রয়েছে বিস্তর। এটা একটা অস্বাভাবিক কাশি। করোনা যুদ্ধে জয়ীরা বলছেন, একবার করোনা আক্রান্ত হওয়ার পর তাদের গলার স্বরই পাল্টে গিয়েছে। করোনার কাশি একটা নাছোড়বান্দা অস্বাভাবিক কাশি। তাই এর ওপর নজর রাখা উচিত।


কানে শুনতে না পাওয়া


করোনা ভাইরাসের সবথেকে ব্যতিক্রমী লক্ষণ কানে শুনতে না পাওয়ার বিষয়। গবেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, কানে রিংগিং নয়েজ হচ্ছে আক্রান্তদের। কোনও কোনও ক্ষেত্রে শুনতে সমস্যা সৃষ্টি হচ্ছে। ইন্টারন্যাশনাল জার্নাল ফর অডিওলজি রিপোর্টে বলা হয়েছে, কোভিড ১৯ থেকে কানে শোনার সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে ৫৬টি গবেষণাপত্রেই দেখা গিয়েছে, করোনার সঙ্গে শ্রবণশক্তির একটা যোগ রয়েছে।


ব্রেইন ফ্রগ


অনেক সময় করোনা ভাইরাসের ফলে স্মৃতিশক্তি হারাতে শুরু করেন রোগী।এমনকী সঠিকভাবে কাজ থেকে বিরত থাকে মস্তিস্ক। তাই দেরি না করে এরকম লক্ষণ দেখা দিলেই করোনা পরীক্ষা করান। সামান্য স্মৃতিভ্রম ভেবে অবহেলা করবেন না।


তথ্যসূত্র : এবিপি লাইভ ইংলিশ