ব্যাঙ্গালোর : এবার দিল্লির সুর দক্ষিণে। কদিন আগেই করোনা রুখতে 'লকডাউন কোনও সমাধান নয়' বলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এবার সেই সুরই শোনা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার গলায়। 'করোনো রুখতে লকডাউনের প্রশ্নই নেই', সাফ জানিয়ে দিলেন তিনি। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে করোনায় আক্রান্ত কর্ণাটক।পরিস্থিতির ওপর নজর রাখছে বিএস ইয়েদুপ্পার সরকার। তবে করোনা রুখতে কোনওভাবেই লডাউনের পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার লকডাউনের বিষয়ে ইয়েদুরাপ্পা বলেন, ''রাজ্যে লকডাউনের কোনও প্রশ্নই ওঠে না।টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি'(TAC) সেরকম কোনও পরামর্শ দেয়নি। ১৮ এপ্রিল রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছি।'' জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, এইচডি কুমারস্বামী ও প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এই সর্বদলীয় বৈঠকে উপস্থিত থাকবেন। সেখানে প্রাক্তন হেভিয়েটরা ছাড়াও সব দলের প্রতিনিধি ও টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। তবে লকডাউনের কথা না বললেও এদিন কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন ইয়েদি। তিনি বলেন, '' ইতিমধ্যেই রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলছে এই বিধিনিষেধ। করোনা রুখতে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বাজায় রাখুন।এ ছাড়া অন্য কোনও রাস্তা নেই। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা সহযোগিতা করুন। '' এদিন করোনার পাশাপাশি দক্ষিণী নববর্ষ উগাড়ির জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বিএস বলেন, '' সবার জীবন থেকে কঠিন পরিস্থিতি দূর হোক। আশা করি, করোনার মহামারী সবার জীবন থেকে চলে যাবে।'' দেশের সাম্প্রতিক করোনা চিত্রের দিকে তাকালে দেখা যাবে, ভয়াবহ হাল মুম্বইয়ের। করোনা উদ্বেগ বাড়িয়েছে কেজরীবালেরও। তবে লকডাউনের কথা বলছেন না তিনিও। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। একদিনে আক্রান্তের হিসাবে যা সবথেকে বেশি। নভেম্বরে রাজধানীতে সর্বোচ্চ ৮৫০০জন একদিনে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার দিল্লির করোনা পরিস্থিতির নিয়ে কেজরিওয়াল বলেন, ''করোনার নতুন ঢেউ খুবই মারাত্মক। গত ১০-১৫ দিনের তথ্য বলছে,সংক্রমিতদের ৬৫ শতাংশের বয়স ৪৫-এর নীচে। তাই অনুগ্রহ করে খুব প্রয়োজন ছাড়া যুব প্রজন্মকে বাড়ির বাইরে যেতে না করছি।তাঁদের স্বাস্থ্য আমাদের কাছে খুবই গরুত্বপূর্ণ বিষয়। তাই কোভিড প্রটোকল মেনে চলুন।''
Karnataka Coronavirus Crisis : মুখ্যমন্ত্রী বলছেন লকাডাউনের প্রশ্ন নেই, কোন পথে কর্ণাটক?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2021 06:03 PM (IST)
দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে করোনায় আক্রান্ত কর্ণাটক।পরিস্থিতির ওপর নজর রাখছে বিএস ইয়েদুপ্পার সরকার। তবে করোনা রুখতে কোনওভাবেই লডাউনের পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী।
ফাইল ছবি