নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও পর্যন্ত আক্রান্ত ৬১,৬০,২৯৯। মৃত্যু হয়েছে ৩,৭১,০০৬ জনের। এর মধ্য়ে একমাত্র আশার খবর হল, বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে। এখনও পর্যন্ত অবশ্য ভ্যাকসিন আবিষ্কারের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ সংস্থা ফাইজারের সিইও অ্যালবার্ট বুরলা জানিয়েছেন, এ বছরের অক্টোবরের শেষেই ভ্যাকসিন তৈরি হয়ে যেতে পারে।
ইজরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার জানিয়েছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, সুরক্ষা ও দক্ষতার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি, তাহলে অক্টোবরের শেষেই ভ্যাকসিন পেতে পারি।’
বিশ্বজুড়ে শতাধিক ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে ১০টি ভ্যাকসিন পরীক্ষা করে দেখা হচ্ছে। ফাইজার ও জার্মানির সংস্থা বায়োটেক ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে। এরই মধ্যে ওষুধ নির্মাতাদের আন্তর্জাতিক সংগঠনের বৈঠকে অ্যাস্ট্রাজেনেকা সংস্থার প্রধান পাস্কাল সোরিয়ত জানিয়েছেন, ‘অনেকেই ভ্যাকসিনের আশায় বসে আছেন। এ বছরের মধ্যেই একাধিক ভ্যাকসিন তৈরি হবে বলে অনেকে আশা করছেন।’
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চালাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য় ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়ার জন্য় দীর্ঘদিন অপেক্ষা করতে হলেও, করোনার ক্ষেত্রে তেমন হবে না। ভ্যাকসিন আবিষ্কার হলেই জরুরি ভিত্তিতে সেটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে বিশ্বজুড়ে উদ্বেগের ছায়া। ভারতেও ৩০টি দল ভ্যাকসিন নিয়ে গবেষণা চালাচ্ছে বলে জানিয়েছে সরকার। তবে এখনও সাফল্য পাওয়া যায়নি।
অক্টোবরের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে, আশাবাদী ফাইজারের সিইও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2020 11:27 AM (IST)
ইজরায়েলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাইজার জানিয়েছেন, ‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, সুরক্ষা ও দক্ষতার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারি, তাহলে অক্টোবরের শেষেই ভ্যাকসিন পেতে পারি।’
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -