নয়াদিল্লি: গরম জলে বেটাডিন মিশিয়ে আধ মিনিট গার্গল করলেই প্রায় নির্মূল করে দেওয়া যায় করোনার জীবাণুকে! কোভিড নিরাময় নিয়ে নয়া এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। সিঙ্গাপুরের ডিউক-এনএসএস মেডিক্যাল স্কুলের তরফে বলা হচ্ছে, বেটাডিন অ্যান্টিসেপটিক কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে কার্যকর। ৮ জুলাই এ বিষয়ে একটি গবেষণা রিপোর্ট প্রথম প্রকাশিত হয় 'ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি' জার্নালে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, বেটাডিনের মতো অ্যান্টিসেপটিক ওষুধ ৩০ সেকেন্ডের মধ্যে ৯৯.৯% করোনভাইরাস ধ্বংস করতে পারে। চিকিত্সায় টপিক্যাল অ্যান্টিসেপটিক হিসেবে বেটাডিন ব্যবহার করা হয়। এর মধ্যে পোভিডোন-আয়োডিন উপাদান রয়েছে। এই সলিউশন প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে বলে সিঙ্গাপুরের গবেষকেরা জানিয়েছেন। যে কারণে বিভিন্ন হাসপাতালেও এখন এই ওষুধটির ব্যবহার শুরু হয়েছে। বিশেষত চিকিত্সক-সহ সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের বেটাডিন ব্যবহার করতে বলা হচ্ছে।
সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা শুধু নন, জাপান সরকারও কিন্তু বিশ্বাস করে বেটাডিন করোনা নিরাময়ে কার্যকরী। জাপানের গভর্নর ওসাকা বেটাডিনকে সার্স-সিওভি-২'এর ওষুধ হিসাবে অনেক আগেই প্রচার শুরু করেন। জাপানি গবেষকেরা ৪১ কোভিড রোগীর উপর বেটাডিন প্রয়োগ করে দেখেন। এঁদের প্রত্যেকের হালকা উপসর্গ ছিল। জলে পোভিডোন-আয়োডিন মিশিয়ে, আক্রান্তদের দিনে চারবার করে গার্গল করানো হয়। দেখা যায় আশাতীত ফল মিলেছে।
তবে বিটাডিন নিয়ে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন গবেষক ও বিশেষজ্ঞরা।
গরম জলে বেটাডিন দিয়ে ৩০ সেকেন্ড গার্গলে করোনা নিরাময়! দাবি সিঙ্গাপুরের গবেষকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2020 01:03 PM (IST)
জাপান সরকারও কিন্তু বিশ্বাস করে বেটাডিন করোনা নিরাময়ে কার্যকরী।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -