অযোধ্যা: বুধবার অযোধ্যায় ভূমিপুজোর প্রধান অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমি পুজোয় অংশ নেওয়ার পাশাপাশি রামমন্দিরের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রীর হাতেই স্থাপিত হওয়ার কথা রয়েছে। বুধবার তিন ঘণ্টার সফরে অযোধ্যা যাচ্ছেন নরেন্দ্র মোদি।


সূত্রের খবর, গোটা শহরকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। অনুমতি ছাড়া বাইরের কোনও গাড়ি শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার সঙ্গে অন্যান্য যেসব ছোট রাস্তা এসে মিশেছে সেগুলিকে আটকে দেওয়া হয়েছে আগেই।


শহরের বিভিন্ন মোড়ে চলছে নাকা চেকিং। সন্দেহ হলেই আপাদমস্তক তল্লাশি চালানো হচ্ছে। আকাশপথে নজরদারি চলছে হেলিকপ্টার ও ড্রোনেও।


আমন্ত্রিতদের পাঠানো হয়েছে বিশেষ বারকোডযুক্ত কার্ড। প্রশাসনসূত্রে কবর, সেই কার্ড স্ক্যান করে তবেই ঢুকতে দেওয়া হবে অতিথিদের।
একবার অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে গেলে আর ঢোকা যাবে না। বারকোড স্ক্যানের পাশাপাশি প্রয়োজনে অতিথিদের পরিচয় পত্রও পরীক্ষা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।


নিরাপত্তার পাশাপাশি নজর রাখতে হচ্ছে করোনার সংক্রমণ নিয়েও! রামলালার মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সোমবার প্রেম কুমার তিওয়ারি নামে রাম মন্দিরের আরও এক পুরোহিত করোনা সংক্রমিত হন।


তবে সূত্রের খবর, প্রধান পুরোহিতের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু রাম মন্দির চত্বরের নিরাপত্তার দায়িত্বের থাকা ১৫ জন পুলিশ কর্মীর শরীরেও বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এই অবস্থায় করোনার সংক্রমণ থেকে বাঁচতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কমানো হয়েছে আমন্ত্রিতদের সংখ্যা।


সূত্রের খবর, সামাজিক দূরত্ব বজায় রাখতে অযোধ্যায়, দুটি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, প্রধান মঞ্চটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আরএসএস প্রধান মোহন ভাগবত, এবং রাম জন্মভূমি ট্রাস্টের চেয়ারম্যান। দ্বিতীয় মঞ্চে থাকবেন অন্যান্য অতিথিরা।