নয়াদিল্লি: সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের (সি টেট ২০২১) ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ctet.nic.in ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন প্রার্থীরা।
গত বছরের ডিসেম্বরে সি টেট ২০২১-এর (CTET 2021) প্রথম পত্রের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন ১৮,৯২,২৭৬ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দেন ১৪,৯৫,৫১১ জন প্রার্থী। পাশ করেছেন ৪,৪৫,৪৬৭ জন প্রার্থী। দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেন ১৬,৬২,৮৮৬ জন। এর মধ্যে পরীক্ষা দেন ১২,৭৮,১৬৫ জন। পাশ করেছেন ২,২০,০৬৯ জন।
গত বছরের ১৬ ডিসেম্বর সি টেটের প্রথম পত্রের পরীক্ষা হয়। এরপর এ বছরের ১৩ জানুয়ারি দ্বিতীয় পত্রের পরীক্ষা হয়। এরপর সিবিএসই-র (CBSE) পক্ষ থেকে পরীক্ষার প্রশ্নের উত্তর প্রকাশ করা হয়। পরীক্ষায় আসা প্রশ্নগুলির উত্তর নিয়ে কোনও প্রার্থীর আপত্তি থাকলে সেটা জানানোর সুযোগ দেওয়া হয়। এরপর আজ ফল প্রকাশ করা হল।
সিবিএসই-র পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ’১৬ ডিসেম্বর ২০২১ থেকে ২১ জানুয়ারি, ২০২২-এর মধ্যে হওয়া সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ১৫ তম সংস্করণের ফল প্রকাশিত হয়েছে। সি টেটের ওয়েবসাইট https://ctet.nic.in ও সিবিএসই-র ওয়েবসাইট https://cbse.nic.in-এ ফল জানা যাচ্ছে। ডিজিলকার থেকে মার্কশিট ও শংসাপত্র পাবেন উত্তীর্ণ প্রার্থীরা। ২০২১-এর ডিসেম্বরে অনলাইনে আবেদন করার সময় পরীক্ষার্থীরা যে মোবাইল ফোন নম্বর দিয়েছিলেন, সেটি ব্যবহার করে মার্কশিট ও শংসাপত্র ডাউনলোড করে নিতে পারেন।’
অন্যদিকে, এ বছরের সিবিএসই-আইসিএসই-এর অফলাইন বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বোর্ড পরীক্ষা নিয়ে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। সিবিএসই টার্ম ওয়ানের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত বছরের চেয়ে করোনা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, অফলাইন পরীক্ষা বাতিলের আবেদনের কোনও ভিত্তি নেই। আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং আগামী দিনে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।