নয়াদিল্লি: দিল্লিতে গতকাল বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। একদিন পরে আজ নির্বাচন কমিশনার জানাল, মোট ৬২.৫৯ শতাংশ ভোট পড়েছে। ব্যালট একাধিকবার খতিয়ে দেখার জন্যই দেরি হয়েছে বলে আজ সাংবাদিক বৈঠকে জানান মুখ্য নির্বাচন কমিশনার রণবীর সিংহ।

এর আগে ট্যুইট করে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সন্ধে সাতটা সাংবাদিক বৈঠক করা হবে। সেই সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জানান, ‘গত লোকসভা নির্বাচনের তুলনায় দিল্লিতে প্রায় দুই শতাংশ বেশি ভোট পড়েছে। ভোটদানের মোট হার ৬২.৫৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বল্লিমারান কেন্দ্রে। সেখানে ভোটদানের হার ৭১.৬ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্রে। সেখানে মাত্র ৪৫.৪ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে আলোচিত কেন্দ্র ওখলা শাহিনবাগে ৫৮.৮৪ শতাংশ ভোট পড়েছে।’