ট্রেন্ডিং

'৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', নির্দেশ সুপ্রিম কোর্টের

জমা পড়েনি হলফনামা, কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট

'আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু একটা লক্ষ্মণরেখা আছে', চাকরিহারাদের উদ্দেশে বার্তা মুখ্যমন্ত্রীর

DA নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন মুখ্যমন্ত্রী ?

বিলাসবহুল জীবনযাত্রা, ঘনঘন পাকিস্তান ভ্রমণ, জ্যোতির পিছনে টাকা ঢালত কে? কেন সে ভরসার পাত্রী?
ব্লগার, সিকিউরিটি গার্ড, ব্যবসায়ী, পড়ুয়া- পাকিস্তানের হয়ে ভারতে বসে 'স্পাই'য়ের কাজ করছিল এরা!
দিল্লির মোতিনগরে ধসে পড়ল কারখানার ছাদ, মৃত ৬
Continues below advertisement

নয়াদিল্লি: গ্যাস সিলিন্ডার ফাটার ফলে পশ্চিম দিল্লির একটি কারখানায় ধসে পড়ল ছাদ। ঘটনাস্থলেই মারা গেলেন ৬ জন। পুলিশের আশঙ্কা, ধ্বংসস্তুপ থেকে ১২ জনের দেহ বার হতে পারে।
মোতিনগরের সুদর্শন পার্কের ডি ব্লকের দোতলা ওই কারখানায় ফ্যান তৈরি করা হত। কারখানার ভেতরে কম্প্রেসর ফেটে যাওয়ায় ঘরের ছাদ ভেঙে কর্মরত শ্রমিকদের মাথায় নেমে আসে।
এনডিআরএফের দল উদ্ধার কাজে নেমেছে। এসেছে স্নিফার ডগও। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপে চাপা পড়ে রয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, রাত পৌনে নটা নাগাদ দমকলের কাছে এই দুর্ঘটনার ব্যাপারে খবর আসে, তারা আটটি ইঞ্জিন পাঠায়, সঙ্গে অ্যাম্বুলেন্স। ৬ জনের দেহ উদ্ধার হলেও বাঁচানো গিয়েছে ৮ জনকে, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে