দিল্লির মোতিনগরে ধসে পড়ল কারখানার ছাদ, মৃত ৬

Continues below advertisement
নয়াদিল্লি: গ্যাস সিলিন্ডার ফাটার ফলে পশ্চিম দিল্লির একটি কারখানায় ধসে পড়ল ছাদ। ঘটনাস্থলেই মারা গেলেন ৬ জন। পুলিশের আশঙ্কা, ধ্বংসস্তুপ থেকে ১২ জনের দেহ বার হতে পারে। মোতিনগরের সুদর্শন পার্কের ডি ব্লকের দোতলা ওই কারখানায় ফ্যান তৈরি করা হত। কারখানার ভেতরে কম্প্রেসর ফেটে যাওয়ায় ঘরের ছাদ ভেঙে কর্মরত শ্রমিকদের মাথায় নেমে আসে।
এনডিআরএফের দল উদ্ধার কাজে নেমেছে। এসেছে স্নিফার ডগও। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তুপে চাপা পড়ে রয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, রাত পৌনে নটা নাগাদ দমকলের কাছে এই দুর্ঘটনার ব্যাপারে খবর আসে, তারা আটটি ইঞ্জিন পাঠায়, সঙ্গে অ্যাম্বুলেন্স। ৬ জনের দেহ উদ্ধার হলেও বাঁচানো গিয়েছে ৮ জনকে, তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Continues below advertisement
Sponsored Links by Taboola