নয়াদিল্লি : দেশে কোভিড টিকাকরণের কাজ চালু করতে ৬ মাস দেরি করেছে সরকার। প্রথমদিকে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে তা পাঠানো হয়েছে বিদেশে। দেশে ভ্যাকসিনের অভাব নিয়ে এভাবেই ফের কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।


বুধবার দিল্লির ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে সওয়াল করেন কেজরিওয়াল। তিনি বলেন, ''রাজধানীতে ১৮-৪৪ বয়সিদের জন্য কোনও ভ্যাকসিন মজুত নেই। গত চারদিন ধরে ১৮-ঊর্ধ্বদের টিকাকরণের কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে।''


এদিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লির মতো অন্য রাজ্যগুলিরও একই হাল। ভ্যাকসিনের অভাবে টিকাকরণ কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে তাদের। দিল্লিতে এখন নতুন ভ্যাকসিনেশন কেন্দ্র খোলার কথা। সেই জায়গায় ভ্যাকসিনেশন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।’


দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, মানুষের স্বার্থে কেন্দ্রের কাছে ভ্যাকসিন কেনার ছাড়পত্র চেয়েছিল রাজ্যগুলি। কিছুদিন আগেই রাজ্যের এই আবেদনে সায় দিয়েছে কেন্দ্র। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও রাজ্য সরকারই এখনও পর্যন্ত ভ্যাকসিন কোম্পানিগুলিকে টিকা দেওয়ার বিষয়ে রাজি করাতে পারেনি। তবে কেজরিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই স্পুটনিক-ভি ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে কথা হয়েছে দিল্লি সরকারের। গতকালই দিল্লির আধিকারিকদের সঙ্গে ভ্যাকসিনের সংখ্যা নিয়ে আলোচনা হয়েছে। 


দিল্লির করোনা ট্যালি বলছে, বুধবার রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৯১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৩০ জন। দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ। এই নিয়ে টানা চারদিন দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,০০০-এর নীচে থাকল। গত ২ মাসে এই প্রথম পজিটিভিটি রেট এত কম হল। 


কদিন আগেই দিল্লির কোভিড পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে চলে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুসারে, দিল্লি এখন সেফ জোন। আগের থেকে করোনা পরিস্থিতি শুধরেছে রাজধানীতে। অক্সিজেনের অভাবে এখন আর রোগী ভর্তি আটকে নেই কোনও হাসপাতালে। যদিও পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে আটকে রয়েছে টিকাকরণের কাজ। যা নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।