নয়াদিল্লি: বুধবার মুম্বই ও দিল্লিতে একলাফে অনেকটাই বাড়ল করোনা সংক্রমিতের হার। মুম্বইয়ে একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৫,১৬৬ জন। মৃত্যু হয়েছে তিনজনের। এটাই এখনও পর্যন্ত মুম্বইয়ে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ হার। দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হলেন ১০,৬৬৫ জন। গত বছরের ১২ মে-র পর বুধবারই দিল্লিতে একদিনে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। একদিনে দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের।
মঙ্গলবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫,৪৮১। বুধবার যা প্রায় দ্বিগুণ হয়ে যায়। পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১১.৮৮ শতাংশ।
এই পরিস্থিতিতে দিল্লি সরকারের পক্ষ থেকে করোনা সংক্রমণ মোকাবিলায় সপ্তাহান্তে কার্ফু জারি করার কথা ঘোষণা করা হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ঘোষণা করেছেন, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। দিল্লি সরকারের পক্ষ থেকে বেসরকারি হাসপাতালগুলিকে করোনা আক্রান্তদের জন্য ৪০ শতাংশ বেড সংরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি যেখানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৪৭ জন, ৪ জানুয়ারি সেই সংখ্যা বেড়ে হয় ৫৩১। অক্সিজেন সাপোর্টে থাকা রোগীর সংখ্যা তিনদিনে ৯৪ থেকে বেড়ে হয়েছে ১৬৮। ভেন্টিলেটরে থাকা রোগীর সংখ্যা ৪ থেকে বেড়ে হয়েছে ১৪।
মুম্বইয়ে ২৪ ঘণ্টার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ শতাংশ বেড়ে গিয়েছে। মঙ্গলবার মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার জানান, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার পেরিয়ে গেলে লকডাউন জারি করা হবে।
মহারাষ্ট্রে বুধবার নতুন করে করোনা আক্রান্ত হন ২৬,৫৩৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। মহারাষ্ট্রে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৭,৫০৫। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫,৩৩১ জনকে। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৭৯৭। সুস্থ হয়ে উঠেছেন ৩৩০ জন।