নয়াদিল্লি: দিল্লিতে করোনার পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি হয়ে যাওয়ার পরের দিনই দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সপ্তাহান্তে কার্ফু জারি করার সিদ্ধান্ত নিল।


সূত্রের খবর, আজ ডিডিএমএ-র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে করোনা সংক্রমণ বেড়ে চলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


দিল্লিতে এখন নাইট কার্ফু জারি রয়েছে। রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কারও বাড়ির বাইরে ঘোরাফেরা করার অনুমতি নেই। 


 





সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, করোনা সংক্রমণ মোকাবিলায় আরও ব্যবস্থা নিচ্ছে ডিডিএমএ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সরকারি কর্মীদের আপাতত বাড়ি থেকেই কাজ চালাতে বলা হবে। বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।


করোনা, ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর থেকেই দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান হলুদ সতর্কতা জারি রয়েছে। সরকারের নির্দেশে সিনেমা হল, জিম বন্ধ। মেট্রোরেল, বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে বলা হয়েছে।






আজ দিল্লিতে নতুন করে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৩৮২ জন। গতকাল দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত হন ৪,০৯৯ জন। করোনার পজিটিভিটি রেট ৬.৪৬ শতাংশ।


এরই মধ্যে আজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি ট্য়ুইট করে জানিয়েছেন, তাঁর সামান্য উপসর্গ আছে। গত কয়েকদিনের মধ্যে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেককে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 






এদিকে, দেশে করোনা ও ওমিক্রনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ শতাংশের ওপর বাড়ল। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০।


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৬১ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশে মঙ্গলবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯২।