নয়াদিল্লি: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে , তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। হালকা উপসর্গ রয়েছে তাঁর। সেই সঙ্গে তাঁর আর্জি ' গত কয়েক দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা দয়া করে নিজেকে আইসোলেট করুন এবং নিজের পরীক্ষা করান,"
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সোমবার বলেছেন যে গত দুই দিনের পরিসংখ্যান অনুসারে মোট নমুনার ৮১% এরও বেশি ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। দিল্লি সরকারের দেওয়া করা তথ্য অনুসারে, গত ২ দিনে ১৮৭ টি নমুনার মধ্যে ১৫২ টি ওমিক্রন । দিল্লি দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রন।
রাজধানীতে ক্রমাগত বেড়ে চলেছে করোনাভাইরাস দাপট। এই আবহে সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে গত দু দিনে প্রবলহারে বাড়ছে করোনা। কোভিড আক্রান্তের মধ্যে ৮৪ শতাংশ ক্ষেত্রে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। সোমবারও প্রায় ৪ হাজারের বেশিও করোনা আক্রান্ত হতে পারে দিল্লিতে। পজিটিভিটি রেটও প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমানে ২০২ জন রোগী ভর্তি রয়েছেন দিল্লির হাসপাতালে। দিল্লি গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। পজিটিভিটি রেটও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই দিল্লি সরকার শহরে একটি হলুদ সতর্কতা জারি করেছে। নাইট কারফু, স্কুল, কলেজ, জিম এবং সিনেমা হল বন্ধ করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৩৭৯ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৫০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৩।