নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, বাতিল হওয়া ৯৯.৩ শতাংশ নোটই ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছে। কিন্তু তা সত্ত্বেও অর্থমন্ত্রকের দাবি, নোট বাতিলের উদ্দেশ্য যথেষ্ট সফল হয়েছে। অর্থসচিব এস সি গর্গ বলেছেন, ‘আমার মনে হয় নোট বাতিলের লক্ষ্য যথেষ্ট পূরণ হয়েছে। কালো টাকা রোখা, সন্ত্রাসবাদীদের অর্থের জোগান, ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়া এবং জাল নোট দূর করার লক্ষ্য সফল। এখন দেশের কোথাও নোটের অভাব নেই।’

২০১৬ সালের ৮ নভেম্বর ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, বাতিল হওয়া ১৫.৪১ লক্ষ কোটি টাকার মধ্যে ১৫.৩১ লক্ষ কোটি টাকাই ব্যাঙ্কগুলিতে ফিরে এসেছে। এর অর্থ মাত্র ১০,৭২০ কোটি টাকা ফিরে আসেনি। বিরোধী দলগুলি এই বিষয়টি নিয়ে সরব। তবে অর্থমন্ত্রক বিরোধীদের অভিযোগ মানতে নারাজ।