শ্রীনগর: ভূ-স্বর্গ কাশ্মীরে জঙ্গি হামলা অব্যাহত। আজ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় চার পুলিশকর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় সেটি সারাচ্ছিলেন ওই পুলিশকর্মীরা। সেই সময়ই তাদের উপর হামলা হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অন্য দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ সূত্রে খবর, নিহতদের অস্ত্র পাওয়া যাচ্ছে না। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরেরই অনন্তনাগ জেলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছেন নিরাপত্তারক্ষীরা। দুই হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে একজন হিজবুল কমান্ডার আলতাফ আহমেদ দার ওরফে আলতাফ কচরু।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘নির্দিষ্ট খবর পেয়ে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তারক্ষীরা অনন্তনাগ জেলার খানাবল অঞ্চলের মুনিওয়ার্দ গ্রামে তল্লাশি চালাতে যান। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান নিরাপত্তারক্ষীরা। দুই জঙ্গি খতম হয়। তাদের মধ্যে একজনরে নাম আলতাফ আহমেদ দার ওরফে আলতাফ কচরু ওরফে মইন। তার বাড়ি হাবুরা মিশিপোরারয়। অন্য জঙ্গির নাম ওমর রশিদ ওয়ানি। তার বাড়ি খুদওয়ানি কুলগামে। আলতাফ দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল। তাকে খতম করতে পারা নিরাপত্তারক্ষীদের কাছে বড় সাফল্য।’
ফের রক্তাক্ত কাশ্মীর, সোপিয়ানে ৪ পুলিশকর্মীকে গুলি করে হত্যা, অনন্তনাগে খতম ২ হিজবুল জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
29 Aug 2018 05:11 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -