কলকাতা: সোমবার ও মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট। আজ থেকে পরপর ৪ দিন ব্যাঙ্ক বন্ধ। দেশজুড়ে ধর্মঘট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনগুলির। ব্যাঙ্ক বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট। ধর্মঘটে ব্যাঙ্ক কর্মীদের ৯ টি সংগঠন।
এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমন দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের প্রস্তাব দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। আজ শনিবার এবং আগামীকাল রবিবার। তারপর দু’দিন ধর্মঘট। ফলে টানা চারদিন বন্ধ ব্য়াঙ্ক। এটিএম থেকেও টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা তুলতে চাইছে। সেই লক্ষ্যে আইডিবিআই ব্যাঙ্কের বদলে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিলগ্নিকরণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া একটি বিমা সংস্থারও বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছেন তিনি।একইসঙ্গে এয়ার ইন্ডিয়া এবং বিপিসিএল-এরও বিলগ্নিকরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
কেন্দ্রের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে ধর্মঘটে সামিল হওয়ার কথা জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন, ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্য়শনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন ফেডারেশন অফ কানাড়া ব্যাঙ্ক এমপ্লয়িজ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়াকার্স, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্য়াঙ্ক অফিসার্স, অল ইন্ডিয়া ন্য়াশনালাইজড ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশন কানাড়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন। ভারতীয় মজদুর সঙ্ঘও ব্যাঙ্ক বিলগ্নিকরণ ও বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার কথা জানিয়েছে।
কানাড়া ব্যাঙ্কের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ১৫ ও ১৬ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাঙ্ক বিষয়ক কোনও সমস্যা নিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়নি, সামগ্রিকভাবে ব্যাঙ্কশিল্পের সমস্যার কারণেই ধর্মঘট।’