নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি স্যানিটাইজারের বদলে সাবান ও জল দিয়ে হাত ধুতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁর ট্যুইট, ‘স্যানিটাইজারের পিছনে ছুটবেন না। ঠাকুমার সাবান তার চেয়ে ভাল। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারে কাজ দেয়, কিন্তু জীবাণু নষ্ট করার জন্য সাবান ও জল অত্যন্ত কার্যকরী। করোনা ভাইরাস শরীরের বাইরে ঘণ্টার পর ঘণ্টা সক্রিয় থাকতে পারে। স্যানিটাইজার ভাল, কিন্তু সাবান ও জলের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না।’
স্বাস্থ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে রোজ অনেকবার করে হাত ধুতে হবে। আপনারা কি সংক্রমণ ঠেকানোর জন্য সাবান ও জল দিয়ে হাত ধোয়ার পিছনের বিজ্ঞানের বিষয়টি জানেন? জীবাণুকে নিষ্ক্রিয় করে দেয় সাবান। তাই সবারই সাবান দিয়ে হাত ধোয়া উচিত।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পোষা কুকুর-বিড়ালের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, এই ধারণা ভুল। তবে পোষ্যর সঙ্গে খেলার পর সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধোয়া উচিত। তাহলে কোনও ঝুঁকি থাকে না।’