ট্রেন্ডিং

চাকরিহারাদের পাশে দিলীপ, 'মমতা নিজেই আন্দোলন করে জিতে এসেছেন,সত্যকে দাবানোর চেষ্টা হলে কী হবে, উনিও জানেন..'

কেউ ব্যবসায়ী, কেউ পড়ুয়া, কেউ বা দিনমজুর, পাক-যোগ, গুপ্তচরবৃত্তির অভিযোগে জ্যোতি সমেত জালে মোট ১২

অভিষেকের বক্তব্যের পাল্টা বক্তব্য ক্ষোভপ্রকাশ চাকরিহারা শিক্ষকদের, এক আন্দোলনকারী বলেন, 'আমাদের জীবনটাই তো ধ্বংস হয়ে গিয়েছে..'

একবছরে চারবার এরাজ্যে এসেছিল পাক-চর সন্দেহে ধৃত ইউটিউবার!

'তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে নেতারা সব ক্রিমিনালরাই হয়', আক্রমণ অর্জুনের
'মোদ্দাকথা কেউ পরীক্ষা দিতে চায় না, সকলে চাকরি ফেরত পেতে চায়', বললেন ব্রাত্য বসু
স্যানিটাইজারের পিছনে ছুটবেন না, ঠাকুমার সাবানই হাত পরিষ্কারের জন্য সবচেয়ে ভাল, ট্যুইট স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পোষা কুকুর-বিড়ালের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, এই ধারণা ভুল। তবে পোষ্যর সঙ্গে খেলার পর সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধোয়া উচিত। তাহলে কোনও ঝুঁকি থাকে না।’
Continues below advertisement

নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি স্যানিটাইজারের বদলে সাবান ও জল দিয়ে হাত ধুতে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তাঁর ট্যুইট, ‘স্যানিটাইজারের পিছনে ছুটবেন না। ঠাকুমার সাবান তার চেয়ে ভাল। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারে কাজ দেয়, কিন্তু জীবাণু নষ্ট করার জন্য সাবান ও জল অত্যন্ত কার্যকরী। করোনা ভাইরাস শরীরের বাইরে ঘণ্টার পর ঘণ্টা সক্রিয় থাকতে পারে। স্যানিটাইজার ভাল, কিন্তু সাবান ও জলের সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না।’
স্বাস্থ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে রোজ অনেকবার করে হাত ধুতে হবে। আপনারা কি সংক্রমণ ঠেকানোর জন্য সাবান ও জল দিয়ে হাত ধোয়ার পিছনের বিজ্ঞানের বিষয়টি জানেন? জীবাণুকে নিষ্ক্রিয় করে দেয় সাবান। তাই সবারই সাবান দিয়ে হাত ধোয়া উচিত।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘পোষা কুকুর-বিড়ালের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়, এই ধারণা ভুল। তবে পোষ্যর সঙ্গে খেলার পর সাবান ও জল দিয়ে ভাল করে হাত ধোয়া উচিত। তাহলে কোনও ঝুঁকি থাকে না।’
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে