নয়াদিল্লি: চলতি বছরেই কোভিড-১৯ ভ্য়াকসিন বাজারে আসার সম্ভাবনার খবরে যখন আশার আলো দেখছে সবাই, তখন ভিন্ন সুর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র বিশেষজ্ঞ মাইক রায়ানের গলায়। ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে ভাল অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেও ২০২১ সালের গোড়ার আগে বাজারে তা আসার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন রায়ান। এও বলেছেন, ভ্যাকসিনের যাতে ন্যয্য় বিলি-বন্টন হয়, তা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে হু। আরও বলেছেন, বেশ কয়েকটি ভ্য়াকসিন ট্রায়ালের শেষ পর্বে রয়েছে, কিন্তু ২০২১ র প্রথম দিকের আগে সেগুলির প্রথম প্রয়োগ হবে, আশা করা যাচ্ছে না।
বেশ কয়েকটি ভ্যাকসিন ট্রায়ালের তিন নম্বর পর্যায়ে আছে এবং সুরক্ষা ও রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরির মাপকাঠিতে এপর্যন্ত পরীক্ষায় একটিও ব্যর্থ হয়নি বলে উল্লেখ করে রায়ান বলেছেন, আমাদের ভালই অগ্রগতি হচ্ছে।
ভ্যাকসিন টিকা প্রদান আগামী বছরের প্রথম পর্বে শুরুর ব্যাপারে আশাবাদী রায়ান। তিনি বলেছেন, বাস্তবসম্মত ভাবে বিচার করলে লোকে ভ্যাকসিন নিচ্ছে, দেখতে পরের বছরের শুরুর অপেক্ষায় থাকতে হবে।
ভ্যাকসিন বেরনোর পর তার সুষম বন্টনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, এ ব্যাপারে আমাদের নীতি-নিয়ম মানতে হবে কেননা ভ্যাকসিনটি জনস্বার্থের ব্যাপার। অতিমারীর সময় ভ্যাকসিন ধনী-গরিব, কারও একার সম্পদ নয়, প্রত্যেকের।
সারা বিশ্বে মারণ ভাইরাসে সংক্রমণ ছড়িয়েছে দেড় কোটির বেশি মানুষের মধ্যে। মারা গিয়েছে ৬ লাখের বেশি। ভারতে একদিনের সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ৪৫৭২০। ১১২৯টি মৃত্যু ঘটেছে। দেশে মোট সংক্রমণ সংখ্য়া ১২ লাখ ছাড়িয়েছে।
গবেষণায় ‘ভাল অগ্রগতি’, তবে ২০২১ শুরুর আগে প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন বেরচ্ছে না, অভিমত হু-র বিশেষজ্ঞের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2020 03:50 PM (IST)
ভ্যাকসিন টিকা প্রদান আগামী বছরের প্রথম পর্বে শুরুর ব্যাপারে আশাবাদী রায়ান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -