জম্মু: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ব্যক্তির শেষকৃত্য ঘিরে ধুন্ধুমার কাণ্ড জম্মুতে। শেষকৃত্যের সময় একদল লোকের হামলায় আধপোড়া দেহ নিয়েই পালিয়ে যেতে বাধ্য হলেন আত্মীয়রা। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেই মৃতদেহ অন্য জায়গায় নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয়।
মৃত ব্যক্তি ডোডা জেলার বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে জানিয়েছেন, ‘আমার বাবার ৭২ বছর বয়স হয়েছিল। গতকাল সরকারি মেডিক্যাল কলেজে তাঁর মৃত্যু হয়। জম্মু অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে এই নিয়ে চারজনের মৃত্যু হল। আমরা রাজস্ব দফতরের আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে নিয়ে ডোমানা অঞ্চলের একটি মাঠে বাবার শেষকৃত্য করতে যাই। চিতা জ্বালানোর কিছুক্ষণ পরেই একদল লোক এসে বাধা দেয়। বাবার শেষকৃত্যে মা, আমার ভাই সহ ঘনিষ্ঠ আত্মীয়রাই ছিল। বিধি মেনে আর কেউ সেখানে যায়নি। আমরা নিজেদের জেলায় বাবার মৃতদেহ নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন সেই অনুমতি দেয়নি। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, শেষকৃত্যের জন্য যাবতীয় ব্যবস্থা করা হবে। তবে স্থানীয় লোকজন যখন লাঠি নিয়ে আমাদের মারতে আসে, তখন সেখানে থাকা দুই পুলিশকর্মী কিছুই করেননি। রাজস্ব আধিকারিক উধাও হয়ে যান। অ্যাম্বুল্যান্সের চালক এবং অন্যান্য কর্মীরা আমাদের বাবার আধপোড়া দেহ নিয়ে মেডিক্যাল কলেজে ফিরে যেতে সাহায্য করেন। পরে ভগবতী নগরে একটি শ্মশানে নিয়ে গিয়ে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়।’
মৃত ব্যক্তির ভাইপো জানিয়েছেন, ‘আমার কাকা গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন। তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যা ছিল। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার আগে তাঁর করোনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তবে রবিবার দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। পরদিন তাঁর মৃত্যু হয়।’
জম্মুতে করোনায় মৃত বৃদ্ধের শেষকৃত্যের সময় একদল লোকের হামলা, আধপোড়া দেহ নিয়েই পালালেন আত্মীয়রা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2020 10:12 PM (IST)
পরে প্রশাসনের হস্তক্ষেপে সেই মৃতদেহ অন্য জায়গায় নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয়।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -