আমদাবাদ: গুজরাতের কচ্ছ জেলায় ভূমিকম্প। আজ দুপুরে কচ্ছে কম্পন অনুভূত হয়। স্থানীয় সূত্রে খবর, আজ দুপুর ১২টা বেজে ৮ মিনিটে কম্পন অনুভূত হয়। গাঁধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজি রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পনের উৎসস্থল কচ্ছ জেলার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঢোলাভীরা থেকে পূর্ব দক্ষিণ-পূর্বে ২৩ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’সপ্তাহ আগেও কচ্ছ জেলায় ভূমিকম্প হয়। সেবারও কম্পনের মাত্রা চারের কাছাকাছি ছিল। এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়। গুজরাত রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কচ্ছ জেলা ভূমিকম্পপ্রবণ অঞ্চলের মধ্যে পড়ছে। এখানে প্রায়ই বড়মাপের ভূমিকম্পের আশঙ্কা থাকে। এই অঞ্চলে শেষ ভূমিকম্প হয় ৪ অগাস্ট। সেবার কম্পনের মাত্রা ছিল ৪। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল রাপার অঞ্চলের কাছে একটি জায়গা।
গত দু’দশকে গুজরাতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয় ২০০১-এর ২৬ জানুয়ারি। সেদিন ভূজে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। প্রজাতন্ত্র দিবসে এই ভয়াবহ কম্পনে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। অন্তত ১২,৩০০ জনের মৃত্যু হয়। সম্পত্তিরও প্রচুর ক্ষতি হয়। শুধু ভূজই না, আঞ্জার, ভাচাও অঞ্চলের গ্রামগুলিও এই ভূমিকম্পে কার্যত ধ্বংস হয়ে যায়। ১০ লক্ষেরও বেশি বাড়ি-ঘর ভেঙে পড়ে। একাধিক ঐতিহাসিক স্থাপত্য এবং পর্যটন কেন্দ্রেরও ক্ষতি হয়।