নয়াদিল্লি: গত ৩০ নভেম্বর দেখা গিয়েছিল বছরের শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। আগামীকাল ও বুধবার রাতে দেখা যাবে ‘কোল্ড মুন’। এরপর ১৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যায়। এবার জানা গেল, নতুন বছরে চারবার এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। এর মধ্যে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও থাকছে। তবে এর মধ্যে শুধু দু’টি গ্রহণই ভারত থেকে দেখা যাবে। পশ্চিমবঙ্গের মানুষও বঞ্চিত হবেন না।


এ বিষয়ে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জিওয়াজি অবজার্ভেটরির সুপারিনটেনডেন্ট ড. রাজেন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন, ‘বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২১-এর ২৬ মে। চাঁদের ১০১.৬ শতাংশ ঢেকে দেবে পৃথিবী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, ওড়িশার উপকূল, সিকিম ছাড়া উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা। কারণ, দেশের অন্যান্য প্রান্তের আগে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতে চাঁদের দেখা পাওয়া যায়।’

রাজেন্দ্রপ্রকাশ আরও জানিয়েছেন, ‘আগামী বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়ায় সেদিন সূর্যের ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে যাবে। ‘রিং অফ ফায়ার’-ও দেখা যাবে। কিন্তু ভারতীয়রা এই বিরল মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন না। পরের সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। সেটিও ভারত থেকে দেখা যাবে না। তবে তার আগে ১৯ নভেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। সেদিন চাঁদের ৯৭.৯ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। স্বল্প সময়ের জন্য অরুণাচল প্রদেশ ও অসমের কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ।’