নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত নীরব মোদির ‘লাভজনকভাবে আদায় করা’ ১৭৩টি ছবি ও ১১টি বিলাসবহুল গাড়ি নিলাম করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ মুম্বইয়ের এক বিশেষ আদালত এ বিষয়ে অনুমতি দিয়েছে। নীরবের মালিকানাধীন ১৭৩টি ছবির মূল্য ৫৭.৭২ কোটি টাকা। ১১টি গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েজ, পোরশে, মার্সিডিজ, টয়োটা ফরচুনার। এ মাসের শেষদিকে নিলাম হবে বলে জানা গিয়েছে।
আজই লন্ডনে নীরবকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। একই দিনে তাঁর মালিকানাধীন ছবি ও গাড়ি নিলামের অনুমতি দেওয়ার পাশাপাশি স্ত্রী অ্যামির বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া পৃথক একটি মামলায় আয়কর বিভাগকে নীরবের আরও ৬৮টি ছবি নিলামে তোলার অনুমতি দিয়েছে আদালত।
নীরব মোদির ৫৭.৭২ কোটি টাকার ১৭৩টি ছবি, ১১টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে ইডি
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2019 06:14 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -