নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত নীরব মোদির ‘লাভজনকভাবে আদায় করা’ ১৭৩টি ছবি ও ১১টি বিলাসবহুল গাড়ি নিলাম করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ মুম্বইয়ের এক বিশেষ আদালত এ বিষয়ে অনুমতি দিয়েছে। নীরবের মালিকানাধীন ১৭৩টি ছবির মূল্য ৫৭.৭২ কোটি টাকা। ১১টি গাড়ির মধ্যে রয়েছে রোলস রয়েজ, পোরশে, মার্সিডিজ, টয়োটা ফরচুনার। এ মাসের শেষদিকে নিলাম হবে বলে জানা গিয়েছে।


আজই লন্ডনে নীরবকে গ্রেফতার করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। একই দিনে তাঁর মালিকানাধীন ছবি ও গাড়ি নিলামের অনুমতি দেওয়ার পাশাপাশি স্ত্রী অ্যামির বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এছাড়া পৃথক একটি মামলায় আয়কর বিভাগকে নীরবের আরও ৬৮টি ছবি নিলামে তোলার অনুমতি দিয়েছে আদালত।