নয়াদিল্লি: সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। আজ এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নের মাধ্যমে সংখ্যালঘুদের সামাজিক-অর্থনৈতিক-শিক্ষাগত ক্ষমতায়নই আমাদের লক্ষ্য। আগামী পাঁচ বছরে উন্নয়নের গাড়ির গতি বাড়ানোর মাধ্যমে প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করাআ আমাদের লক্ষ্য।’


সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী আরও জানিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য দেশজুড়ে ‘পড়ো-এগিয়ে চলো’ প্রচার শুরু হবে। দেশের যে অঞ্চলগুলির মানুষ সামাজিক-আর্থিক কারণে মেয়েদের স্কুলে পাঠান না, সেই অঞ্চলগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নতি করা হবে। আগামী পাঁচ বছরে পাঁচ কোটি পড়ুয়াকে প্রধানমন্ত্রী বৃত্তি দেওয়া সরকারের লক্ষ্য। এর মধ্যে ৫০ শতাংশ ছাত্রী থাকবে।