নয়াদিল্লি: রাফাল যু্দ্ধবিমান ডিল নিয়ে রাহুল গাঁধীর নিশানায় নরেন্দ্র মোদি। কংগ্রেস সভাপতির দাবি, এখন রাফাল কেলেঙ্কারি নিয়ে প্রধানমন্ত্রীর বিচার করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। রাফাল ডিলে ‘দুর্নীতি যাত্রাপথে’র ‘শুরু ও শেষ’ নরেন্দ্র মোদিকে দিয়েই, মন্তব্য করেছেন রাহুল।
বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের সরকারের তরফে চাঞ্চল্যকর দাবি করা হয় যে, রাফাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি হয়ে গিয়েছে। তারপরই কংগ্রেস আসরে নেমে মোদি সরকারকে তোপ দাগে। আক্রমণের নেতৃত্ব দিয়ে ‘তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে’, দুর্নীতি ‘পরিষ্কার আড়াল করা হয়েছে’ বলে অভিযোগ করেন রাহুল। "FIRagainstCorruptModi" হ্যাশট্যাগ ব্যবহার করে তিনি ট্যুইট করেন, এখন রাফাল কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর বিচার করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এসেছে। দুর্নীতির সূচনা, সমাপ্তি হয়েছে ওনাকে দিয়েই। গুরুত্বপূর্ণ রাফাল নথির ফাইল যাতে ওনার দিকে আঙুল তোলা হয়েছে, ‘চুরি হয়ে গিয়েছে’ বলে জানিয়েছে সরকার। তথ্য নষ্ট ও কেলেঙ্কারি ঢেকে ফেলা হয়েছে।




আজ শীর্ষ আদালতে রাফাল নথি প্রতিরক্ষামন্ত্রক থেকে চুরি যাওয়ার কথা বলার পাশাপাশি সেগুলির ভিত্তিতে প্রতিবেদন ছাপায় একটি জাতীয় স্তরের সংবাদপত্রের বিরুদ্ধে সরকারি গোপনীয়তা রক্ষা আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কেন্দ্র।
কংগ্রেস আজ রাফাল যুদ্ধবিমান ডিলে দুর্নীতি, আর্থিক নয়ছয়ের অভিযোগ তুলে বলেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সময় এসেছে। দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা সাংবাদিক সম্মেলনে বলেন, রাফাল ডিলে দুর্নীতি ফাঁস হয়েছে, প্রকাশ্যে বেরিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী দাঁসো এভিয়েশনকে অন্যায় সুবিধা পাইয়ে দিতে নিজের পদের অপব্যবহার করেছেন, সরকারি কোষাগারের লোকসান করিয়েছেন।