নয়াদিল্লি: লকডাউন আরও বাড়ল। ২১ দিনের প্রাথমিক লকডাউনের পর ১৪ এপ্রিল জাতির প্রতি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হল। অর্থাৎ আরও ১৯ দিন গৃহবন্দিই থাকবে ভূভারত। এই অবস্থায় ট্রেন চলাচল এবং বিমান পরিষেবাও বন্ধ থাকবে। আন্তর্জাতিক ক্ষেত্র তো বটেই দেশেও কোনও বিমান চলবে না।  রেল সূত্রের খবর অনুযায়ী লকডাউনের সময়সীমা আরও দীর্ঘায়িত হওয়ার কারণে ৩৯ লক্ষ টিকিট বাতিল করা হচ্ছে। ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সমস্ত টিকিটই বাতিল হবে।


অনলাইনে যারা টিকিট কিনেছেন, তাদের সমস্ত অর্থই ফিরিয়ে দেবে রেল। এছাড়াও  রেলের তরফে জানানো হয়েছে, ৩১ জুলাই পর্যন্ত উপভোক্তারা রিফান্ডের জন্য আবেদন করতে পারবে। টিকিট বাতিলের ক্ষেত্রে উপভোক্তাকে কোনও মাশুলও গুণতে হবে না।


তবে রেল অর্থ ফেরালেও রিফান্ড করবে না বিমান। একাধিক বিমান পরিষেবার তরফে জানানো হয়েছে, বিমান বাতিল হলেও টিকিটের টাকা তারা ফেরাবে না। বদলে লকডাউনের পরে সেই টিকিট রিশিডিউলের সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। যারা এই সময়ের মধ্যে বিমানের টিকিট ক্রয় করেছেন কিন্তু লকডাউনের কারণে পরিষেবা পাচ্ছে না, তারা ৩১ ডিসেম্বর ২০২০-র মধ্যে টিকিট রিশিডিউলের সুবিধা পাবে। গোএয়ার, ভিস্তারা-র মতো একাধিক সংস্থা মোদির ঘোষণার পরই তাদের সমস্ত উড়ান বাতিল করেছে।